Thu. Sep 21st, 2023

গ্রামে যাওয়ার বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা। ভোটের আগে রাস্তা সংস্কার না হলে, ভোট বয়কটের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা।

1 min read

 

আজকেরবার্তা, বালুরঘাট, ৭ মে : গ্রামে যাওয়ার বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা। বালুরঘাট ব্লকের তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রামের রাস্তার বেহাল দশা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ভগ্ন দশা। বারবার জানিয়েও রাস্তা সংস্কার হয়নি। অপরদিকে, বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি হ‌ওয়ায় এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার গ্রামটি দত্তক নেওয়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে কাজ করছে না।

গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। ভাঙ্গা রাস্তায় টোটো না আসায় মূল রাস্তা পর্যন্ত এক কিলোমিটার পথ হেঁটে গিয়ে টোটো অটো ধরতে হয়। ছাত্র ছাত্রীদের অসুবিধায় পড়তে হয়। ভোটের আগে রাস্তা সংস্কার না হলে, ভোট বয়কটের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় বিজেপি বুথ সভাপতি অজয় দেবনাথ জানান, জেলা পরিষদ ও পঞ্চায়েত তৃণমূলের হ‌ওয়ায় এর চক রামপ্রসাদ গ্রাম সংসদ বিজেপির হ‌ওয়ায় এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার গ্রামটি দত্তক নেওয়ার জেলা পরিষদ তথা শাসক দল কোনো কাজ করছে না।
বিজেপির স্থানীয় নেতা সুবিমল হেমরম জানান, সুকান্ত মজুমদার দত্তক নেওয়ার পর গ্রামে প্রায় চল্লিশটি সোলার লাইটের ব্যবস্থা করেছেন। ছাত্র ছাত্রীদের জন্য স্থানীয় স্কুলের উন্নয়নে আর্থিক সহায়তা করেছেন।

তৃণমূলের ভাটপাড়া অঞ্চল যুব তৃণমূল সভাপতি পুলক দেবনাথ জানান, সুকান্ত মজুমদার দত্তক নিলেও কোনো কাজ করেননি। রাস্তাটি দ্রুত সংস্কারের বিষয়ে দল থেকে চেষ্টা চলছে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.