বালুরঘাট শহরের নাট্য উৎকর্ষ কেন্দ্র সংলগ্ন এলাকায় রাস্তায় বালুরঘাট পুরসভার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হল বৈদ্যুতিক পথবাতির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৭মে : বালুরঘাট শহরের নাট্য উৎকর্ষ কেন্দ্র সংলগ্ন এলাকায় রাস্তায় বালুরঘাট পুরসভার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হল বৈদ্যুতিক পথবাতির। বালুরঘাট শহরের ৬ নং ওয়ার্ডের অন্তরগত এই এলাকায় দীর্ঘদিন ধরে আলোর সমস্যা। পথ বাতি না থাকায় সন্ধ্যা থেকে রাতে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের।
বেশ কিছু বছর আগে ওই এলাকায় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হয়। কিন্তু তার পর ও বসেনি সেই রাস্তায় লাইট। অবশেষে বালুরঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার শ্যামল সাহা উদ্যোগ আগ্রহ করে ওই এলাকায় পথবাতির ব্যবস্থা করতে। বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্রর উদ্যোগে নাট্য উৎকর্ষ কেন্দ্র সংলগ্ন এলাকার রাস্তায় পথবাতি লাগানোর ব্যবস্থা করেন।
দীর্ঘদিন ধরে রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা থেকেই এলাকায় অসাধু লোক জনের চলাচল বৃদ্ধি পাচ্ছিল। নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ে ওঠার পর বহুদিন বন্ধ অবস্থায় পড়ে ছিল। তার পর করোনা কালে নাট্য উৎকর্ষ কেন্দ্র কে দক্ষিন দিনাজপুর জেলার কোভিড হাসপাতালে রুপান্তর করা হয়। কিন্তু তখনও ব্যবস্থা হয়নি রাস্তায় আলোর। কোভিড কাল পার হলে পূনরায় নাট্য উৎকর্ষ কেন্দ্র চালু করতে উদ্যোগী হয় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন। কিন্তু এলাকার রাস্তায় আলো না থাকায় সন্ধ্যার পর থেকে অসামাজিক কার্যকলাপের আখড়া তৈরি হচ্ছিল ওই এলাকায়। তাই বালুরঘাট শহরের নাট্য দল থেকে শুরু করে কোন রুপ সাংস্কৃতিক অনুষ্ঠান নাট্য উৎকর্ষ কেন্দ্রে অনুষ্ঠিত করতে বাধ সাজছিল। নাটক ও সাংস্কৃতির শহর বলে পরিচিত বালুরঘাট। তাই বালুরঘাট শহরের সাংস্কৃতি প্রেমী মানুষ ও ৬ নং ওয়ার্ডের বাদিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে বালুরঘাট পুরসভার পৌরাধক্ষ অশোক মিত্র ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলের উদ্যোগে ওই এলাকার রাস্তায় পথ বাতির ব্যবস্থা করা হয় পৌরসভার পক্ষ থেকে।
দীর্ঘ বছর পর বালুরঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাট্য উৎকর্ষ কেন্দ্র সংলগ্ন এলাকার রাস্তায় পথ বাতির ব্যবস্থা হওয়ায় খুশি এলাকাবাসী থেকে শুরু করে বালুরঘাট শহরের সাংস্কৃতি প্রেমী মানুষ সকলেই।