Wed. Sep 27th, 2023

একশ্রেণীর লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নামে কুৎসা রটাচ্ছে। এমনি মন্তব্য করে বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে করলেন দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক কতৃপক্ষ।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৭মেঃ একশ্রেণীর লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নামে কুৎসা রটাচ্ছে। এমনি মন্তব্য করে বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে করলেন দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক কতৃপক্ষ। যে সময় মস্ত কুৎসা রটানো হচ্ছে তা কোন রুপেই সত্য না বলে দাবি করে ব্যাঙ্ক কতৃপক্ষ।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে একশ্রেণীর লোক দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নামে কুৎসা রটাচ্ছে। কুৎসা যে কোনভাবেই সঠিক নয় তা শনিবার সাংবাদিক সম্মেলনে জানালেন ব্যাংক কর্তৃপক্ষ। এদিন দুপুরে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও অরুন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ।
এদিন সাংবাদিক সম্মেলনে ব্যাংকের সিইও অরুন পাল বলেন, এই বোর্ডের সময়কালে সব মিলিয়ে তিন কোটি টাকা আয় হয়েছে। এছাড়াও ২৮ হাজার ৮৫২ জন কৃষককে কৃষি লোন দেওয়া হয়েছে৷ এছাড়াও উন্নয়নের অন্যান্য খতিয়ান তুলে ধরা হয়।
জেলা সমবায় ব্যাংকে টাকা রাখলে পরে তা সুরক্ষিত থাকবে, এদিন সাংবাদিক সর্বনেশে রাখার আশ্বাস দেন ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়াও যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.