দুর্গা পূজার বিসর্জন শেষ হতেই, নদী দূষণ রোধে তৎপর বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৬অক্টোবরঃ দুর্গা পূজার বিসর্জন শেষ হতেই, নদী দূষণ রোধে তৎপর বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। প্রতিমা নিরঞ্জনের পর থেকেই নদী থেকে কাঠামো তোলার কাজ শুরু করেছে বালুরঘাট পৌর কর্তৃপক্ষ।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কল্যাণী ঘাটে আত্রেয়ী নদীতে ঠাকুর বিসর্জনের ব্যবস্থা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বালুরঘাট পৌরসভার যৌথ উদ্যোগে। সাড়া শহরের বেশিরভাগ দূর্গা পূজা উদ্যোক্তারা নিজেদের প্রতিমা নিয়ে এসে বালুরঘাট শহরের কল্যাণী ঘাট বা সদরঘাটে প্রতিমা নিরঞ্জন করে। প্রতিমা নিরঞ্জনের সাথে সাথে ক্রেন দিয়ে জল থেকে তুলে ফেলা হয় দুর্গা প্রতিমা গুলি। আত্রেয়ী নদী দূষণ রোধ করতে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকেই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
যেখানে পৌরসভা এলাকার বেশ কিছু পুজো উদ্যোক্তা প্রশাসনিক অনুমতি নিয়ে প্রতিমা বিসর্জন দিয়েছে আত্রেয়ী নদীর ঘাটে । কড়া পুলিশি প্রহরায় সম্পন্ন হয়েছে বিসর্জন প্রক্রিয়া। আর বিসর্জন শেষ হতেই বৃহস্পতিবার সকাল থেকে নদী দূষণ রোধে জোরকদমে কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ১৪ জন কর্মী নদীর জল থেকে কাঠামো তোলার কাজ করছেন।