Sun. Oct 1st, 2023

বন্ধ দোকান ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ইটাহারে

1 min read

আজকেরবার্তা, ইটাহার, ৬ সেপ্টেম্বরঃ দোকানের ভেতর থেকে এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার হল ইটাহারে। সোমবার রাতে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হল রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে। এদিন রাতে এমনি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চেকপোষ্ট এলাকায়। জানাযায়, ইটাহার থানার বহুরাপাড়া এলাকার বাসিন্দা পেশায় দরজী আব্দুল কাউমকে সোমবার বিকালের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনেও পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছিল না আব্দুল কাউমের সাথে। এরপর সোমবার রাতে স্থানীয় দুই ব্যাক্তি চেকপোষ্ট এলাকায় কাউমের দোকানের শাটার খুলে দেখে সে গলায় ফাঁস লাগা অবস্থায় দোকানের ভিতর মেঝেতে পরে আছে। খবর দেওয়া ইটাহার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এরপর রাতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি ভাবে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে ব্যপক শোকের ছায়া মেনেছে এলাকা জুরে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.