জি এন এম নার্সিং এ ভর্তি নিয়ে গোলমাল এর জেরে বিক্ষোভ বালুরঘাট জেলা হাসপাতালে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৬ সেপ্টেম্বরঃ জি এন এম নার্সিং এ ভর্তি নিয়ে গোলমাল এর জেরে বিক্ষোভ বালুরঘাট জেলা হাসপাতালে। বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুল এ এদিন ছাত্রী ভর্তি নিয়ে বিতর্কে জেরে অবস্থানে বসে ছাত্রীরা। সন্ধে পর্যন্ত অবস্থান চললেও কোনো সুরাহা মেলেনি। যদিও এবিষয়ে নার্সিং স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ত্রনে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।
নার্সিং পরীক্ষায় পাশ করা ছাত্রীদের দাবি, পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তাদের বিভিন্ন কলেজে চয়েজ অনুযায়ী ভর্তির তালিকা প্রকাশিত হয়। তাদের বালুরঘাট কলেজে ভর্তির বোর্ডের কাগজ থাকা সত্ত্বেও বালুরঘাট নার্সিং কলেজ তাদের ভর্তি নেয়নি। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর কোন সূরাহা না পেয়ে ধর্নায় বসে ছাত্রীরা।
ভর্তির দাবিতে বালুরঘাট শহরের বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে বিক্ষোভ দেখালো GNM নার্সিং ট্রেনিং এ ভর্তি হতে আসা ছাত্রীরা। তাদের পরীক্ষার শেষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের এডমিশনের সময় জানানো হয় যে তাদের বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি হতে হবে। কিন্তু এখানে এসে তারা ভর্তি হতে না পেরে তারা বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পরিবাহিনি ঘটনাস্থলে যায়। যতক্ষণ ভর্তি না করানো হবে ততক্ষণ তারা বিক্ষোভ দেখাবেন।