মালদার মাছ ব্যবসায়ীর সুত্র ধরে গঙ্গারামপুরে গ্রেফতার 1
1 min readআজকেরবার্তা, গঙ্গারামপুর ৬ সেপ্টেম্বরঃ মালদা জেলার গাজলে এক মাছ ব্যবসায়ীর থেকে ১ কোটি ৩৯ লক্ষ ৩হাজার টাকা উদ্ধার করে CID। সেই সূত্র ধরে মাধক পাচার কাণ্ডে গ্রেপ্তার গঙ্গারামপুরের বাসিন্দা ওম গুপ্তার বাড়িতে হানা দিল CID। উদ্ধার একটি লেপটপ সহ অন্যান্য নথি। মঙ্গলবার গঙ্গারামপুর বড়বাজার এলাকায় ওম গুপ্তার বাড়িতে আসে CID-র এক প্রতিনিধি দল।যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালায় CID।প্রসঙ্গত মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গঙ্গারামপুর বড়বাজার এলাকার বাসিন্দা ওম গুপ্তাকে গ্রেপ্তার করে NCB।
এই ঘটনার পর চলতি মাসের ৪ তারিখে ওম গুপ্তার ভগ্নিপতি তথা গাজলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়ি থেকে ১কোটি ৩৯লক্ষ ৩হাজার টাকা উদ্ধার করে CID।
সেই সূত্র ধরে আজ মঙ্গলবার ওম গুপ্তার বাড়িতে হানা দিল CID। ঘটনায় একটি লেপটপ ও বেশকিছু নথি উদ্ধার করে CID।এদিন এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে এলাকা সহ গোটা শহরজুড়ে।এই বিষয়ে এক CID অফিসার জানিয়েছেন।