Wed. Sep 27th, 2023

দলীয় কাজ থেকে অপসারণ করার পরও তৃণমূলের ধরনা মঞ্চে দেখা গেল দণ্ডী কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ্ত চক্রবর্তীকে। ঘটনাকে কেন্দ্র করে দেখক দিয়েছে রাজনৈতিক বিতর্ক।

1 min read

আজকেরবার্তা বালুরঘাট, ৬ আগষ্ট: দলীয় কাজ থেকে অপসারণ করার পরও তৃণমূলের ধরনা মঞ্চে দেখা গেল দণ্ডী কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ্ত চক্রবর্তীকে। ঘটনায় জনসাধারণের ধরনা মঞ্চে কে আসলো কে গেল তা নিয়ে আমাদের কিছু আসে যায়না বলেই জানান তৃণমূল কংগ্রেস জেলা সহ-সভাপতি সুভাষ চকি।

দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে ১০০ দিনের কাজের টাকা প্রদান না করার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভ অনুষ্ঠিত হয় রবিবার। বিজেপি জনপ্রতিনিধিদের বাড়ি সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় এদিন।

বালুরঘাট শহরের ২২ নং ওয়ার্ডের বাসিন্দা বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের বাড়ির ২০০ মিটার দূরত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ ও ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের এই ঘেরাও বিক্ষোভ। বালুরঘাট শহরে সন্ধ্যা হল সংলগ্ন এলাকায় ধরনা মঞ্চ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয় এই দিন।

২২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের এই ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন দণ্ডীকাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী। এই ঘটনা কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। দলীয় কাজ থেকে অপসারণ করার পরও তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে প্রদিপ্তা চক্রবর্ত্তী উপস্থিত থাকাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে বিজেপিতে যোগদান করায় তিনজন আদিবাসী মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করেন প্রদীপ্ত চক্রবর্তী। ঘটনা কে কেন্দ্র করে উত্তাল হয় রাজনৈতিক মহল। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তৎক্ষণাৎ তৎকালীন দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস মহিলা সভা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে দলীয় কাজ থেকে অপসারণ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

দণ্ডী কান্ডের ঘটনার পর চলতি বছরের মে মাসে নবজোয়ার সফরে দক্ষিণ দিনাজপুর জেলায় এসে দণ্ডী কান্ডের নির্যাতিতা তিন জন আদিবাসী মহিলা সাথে দেখা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালুরঘাট পৌরসভার উপপৌরাধীক্ষার পদ থেকেও সেই সময় প্রদীপ্ত চক্রবর্তীকে বরখাস্ত করা হয়।

সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় প্রদীপ্তা চক্রবর্তীকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়। এবং দলীয় কর্মসূচি থেকেও অপসারণ করা হয় তাকে বলে জানায় তৃণমূল নেতৃত্ব। পরবর্তীতে বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ সাংবাদিক বৈঠক করে জানান উপপৌরাধীক্ষার পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে অবসর করার কথা।

ঘটনার পর বেশ কিছুদিন প্রদীপ্ত চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেসের কোন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই এদিন বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের চলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন প্রদীপ্ত চক্রবর্তী। বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুভাষ চাকি জানান, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল। ধরনা মঞ্চে সাধারণ মানুষ যাতায়াত করবেই। তৃণমূল কংগ্রেসের দলীয় কোন কর্মসূচিতে প্রদীপ্তা চক্রবর্তী নেই বলেই দাবি করেন তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.