তৃণমূলে ধরনা মঞ্চে মাইক হাতে বিজেপি বিধায়ক।
1 min readআজকেরবার্তা, গঙ্গারামপুর, ৬ আগষ্ট: তৃণমূলে ধরনা মঞ্চে মাইক হাতে বিজেপি বিধায়ক। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ করে। গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায় ধরনা মঞ্চে পৌছে জানান তৃণমূল কংগ্রেসের দাবি সঠিক।
১০০ দিনের কাজের টাকা বন্ধ করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়ের বাড়ির কাছে ধরনা মঞ্চে তৈরি করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা চেয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। লাগাতর কেন্দ্র সরকারের কাছে ও বিজেপি জনপ্রতিনিধিদের কাজে জবাব চেয়ে স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস।
এই ঘটনায় গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায় পৌঁছায় তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে। তিনি সেখানে গিয়ে তিনি জানান তৃণমূল কংগ্রেসের দাবি সঠিক। কিন্তু এই বিষয়ে বিধায়কের কোন কাজ নেই। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে মুখোমুখি বসে এই সমস্যার সমাধান করা উচিৎ।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃণাল সরকার জানান, গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের তৃণমূলের ধরনা মঞ্চের বক্তব্য প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের দাবি সঠিক।
এবিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেসের ধরনা অবৈধ। কোন জনপ্রতিনিধির বাড়ির সামনে ধরনা করা যাবেনা বলে নিয়ম জারি করে কোর্ট কিন্তু তার পর তৃণমূল কংগ্রেস ধারণা করেছে। সত্যেন্দ্র নাথ রায় এর তৃণমূলের ধরনা মঞ্চে পৌঁছে জানা রাজ্য সরকার সঠিক হিসাব দিচ্ছে না বলেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার। তবে তৃণমূলের ধরনা মঞ্চে বিজেপি বিধায়কের পৌঁছে যাওয়ার বিষয়টি দল দেখছে ও এবিষয়ে দল পদক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।