বর্ষা পরতেই সমস্যার সম্মুখীন বালুরঘাট পৌরসভার ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাস্থলে বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ্য পৌঁছালে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৬ জুলাই: বর্ষার জলে বালুরঘাট পৌরসভার নোংরা আবর্জনা ফেলার ভাগাড়ের সামনের রাস্তার বেহাল অবস্থা। বিগতদিনের বৃষ্টিতে ভাগাড়ের ময়লা বাইরে চলে আসছে ভাগাড় থেকে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে এলাকাবাসীরা।
বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভার ময়লা ফেলার ভাগাড়ের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায়, ভাগাড়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। চলাচলের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি হওয়ায় সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের বলে অভিযোগ তাদের। রাস্তা অবরোধের খবরে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষর অশোক কুমার মিত্র। রাস্তার দাবিতে পুরাধক্ষকে ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের।
বর্ষা পরতেই সমস্যার সম্মুখীন বালুরঘাট পৌরসভার ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিগত সাত দিনের বর্ষায় ভাগাড়ের ময়লা উঠে এসেছে রাস্তায়। বেহাল পরিস্থিতি রাস্তার। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বালুরঘাট পৌরসভার ভাগাড়ের সামনে রাস্তাটি। যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল অবস্থা হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের বলে অভিযোগ তাদের।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বালুরঘাট পৌরসভার ভাগারে প্রতিনিয়ত বহু গাড়ির যাতায়াত করে নোংরা আবর্জনা ফেলতে। প্রতিনিয়ত ট্রাক্টরসহ অন্যান্য গাড়ি যাতায়াতের কারণে তাদের যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল পরিস্থিতি হয়ে পড়েছে। এলাকার রাস্তার কোনরূপ মেরামত করা হয়নি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই যাতায়াতের রাস্তাটি। তাই বর্ষা পড়তেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে ভাগাড়ের সামনের রাস্তা। এই ঘটনায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের।
রাস্তা মেরামতের দাবিতে বৃহস্পতিবার সকালে ভাগাড়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এই এলাকায় বহু গাড়ি যাতায়াত করে প্রতিনিয়ত ভাগাড়ে ময়লা ফেলার জন্য। যার ফলে বর্ষা আসতে না আসতেই রাস্তার বেহাল অবস্থা। যাতায়াতের সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে। পাশাপাশি বর্ষার জলে ভাগাড়ের নোংরা ফুলে ভাগাড়ের পাঁচিলের বাইরে অন্যান্য জমিতে সেই কারণেও সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের বলে অভিযোগ তাদের।
এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক কুমার মিত্র, এম সি আই সি মহেশ পারেখ সহ অন্যান্য পৌরসভার কর্মীরা। ঘটনাস্থলে পৌরসভার পৌরাধক্ষ ও অন্যান্য কর্মীরা পৌঁছাতেই নিজেদের অভিযোগের কথা জানাতে তাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে উত্তপ্ত জনতা। ঘটনায় অতিসত্বর তাদের দাবি পূরণকরার আশ্বাস দেন পৌরাধক্ষ্য বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্রর আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।
পৌরসভার পৌর অধাধ্যক্ষ অশোক কুমার মিত্র আশ্বাস দেন অতিসত্বর তাদের এই সমস্যা সমাধান করবে বালুরঘাট পৌরসভা। রাস্তা মেরামত থেকে শুরু করে ভাগাড়ের ময়লা সমস্যা সমাধান করতে উদগ্রীব হয়েছে পৌরসভা বলে জানান পৌরাধক্ষ। ইতিমধ্যেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ভাগাড়ের রাস্তা মেরামত সহ ভাগাড়ের নোংরা ম্যানেজমেন্ট করার জন্য ওয়ার্ক করার পাশ করা হয়েছে বলে জানান তিনি। আগামী দিনে বালুরঘাট পৌরসভার ভাগারের সমস্ত সমস্যা ম্যানেজমেন্ট সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পৌরসভা বলে জানান তিনি।