নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব বামপন্থী কিষাণ সংগঠন সমূহ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৬ জুন: নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব বামপন্থী কিষাণ সংগঠন সমূহ। পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ করার দাবি তুলে মঙ্গলবার বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামপন্থী কিষাণ সংগঠন সমূহের সদস্যরা। থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বালুরঘাট থানার আইসি কে ডেপুটেশন প্রদান করে বামপন্থী কিষাণ সংগঠন সমূহ।
ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, তা হরণ করা চলবে না” মূলত এই স্লোগান নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বামপন্থী কিষাণ সংগঠনগুলি একত্রিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ ভবে ও শান্তিপূর্ণ ভবে করার লক্ষে এই কর্মসূচি পালন করল বামপন্থী কিষাণ সংগঠন সমূহ। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষান সভা এবং অগ্রগামী কিষান সভার জেলা নেতৃত্ব এ কর্মী সমর্থকেরা।
গনতান্ত্রিক অধিকারের সঠিক প্রয়গের দাবিতে এদিন বালুরঘাট শহরে একটি মিছিল করে এসে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামপন্থী কিষাণ সংগঠন সমূহর সদস্যরা। থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংস্থার সদস্যরা। এরপর সংস্থার পক্ষ থেকে তাদের দাবি সম্মিলিত ডেপুটেশন প্রদান করে হয় বালুরঘাট থানার আইসি র কাছে।
বামপন্থী কিষাণ সংগঠন সমূহের অভিযোগ, বিগত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসন সঠিক ভবে কাজ করেনি। শাসিক দল পুলিশ প্রশাসনের মদতে ভোট লুট করেছে। তাদের আরো অভিযোগ, দক্ষিন দিনাজপুর জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল বিগত পঞ্চায়েত নির্বাচনেকে কেন্দ্র করে। সাধারণ মানুষ নিজেদের গনতান্ত্রিক অধিকারের সঠিক প্রয়গ করতে পারেনি। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি তুলে এদিন তারা এই কর্মসূচির আয়োজন করে।
সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সকিরুদ্দিন আহমেদ জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নিয়ে করতে হবে,২০১৮ সালের নির্বাচনে যে ভোট লুঠ হয়েছিল সেই কাজ যাতে শাসক দল আর করতে না পারে তার প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে। এই দাবী নিয়ে আজ বিক্ষোভ ডেপুটেশন বামপন্থী কৃষক সংগঠনের।