রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বালুরঘাটে শুরু হলো প্রদর্শনী মেলা।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ৬ মে ঃ- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও “উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলা” শীর্ষক কর্মসূচি পালিত হচ্ছে। রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেলার আয়োজন করা হলো। এই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট হাই স্কুল মাঠে।
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট হাই স্কুল ময়দানে “উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলা” শীর্ষক মেলার শুভ সূচনা হয়। এদিন ফিতে কেটে মেলার শুভ সূচনা করেন জেলাশাসক আয়েশা রানি এ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসকরা, তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ছাড়াও এই প্রদর্শনীর ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের পক্ষ থেকে প্রতিদিন সেমিনারের আয়োজন করা হবে। মেলাতে বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে এবং এই কয়েক দিন ব্যাপী মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।