পচনশীল সামগ্রী বাড়ির দরজা থেকে সংগ্রহের জন্য ই ভ্যান চালু করলো বালুরঘাট পুরসভা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৫ডিসেম্বরঃ পুজোয় ব্যবহৃত ফুল বেলপাতা ও পুজোর অন্যান্য পচনশীল সামগ্রী বাড়ির দরজা থেকে সংগ্রহের জন্য ই ভ্যান চালু করলো বালুরঘাট পুরসভা।
সংগ্রহকৃত এই ফুল বেল পাতা সংগ্রহ করে তা পবিত্র জায়গায় যথাযথ নিয়মে রেখে তা থেকে জৈব সার তৈরি করা হবে। এই উপলক্ষে আজ বালুরঘাট পুরসভা ভবন চত্বর থেকে পাঁচটি ই-ভ্যান গাড়ির কাজের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
গাড়ি গুলি প্রতিটি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে নাগরিকদের বাড়ির দরজা থেকে ব্যবহৃত পুজোর পচনশীল সামগ্রী গুলি সংগ্রহ করবে। পুরসভা সূত্রে জানা গেছে এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার ২৫ টি এলাকাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। পাঁচটি করে ওয়ার্ড নিয়ে এক একটি জোন। প্রতিটি জোনের দায়িত্বে একটি করে ভ্যান গাড়ি রয়েছে। যেগুলি শুধুমাত্রই নাগরিকদের বাড়িতে দৈনন্দিন পুজোয় ব্যবহৃত ফুল বেল পাতা ফলের খোসা সংগ্রহ করবে।