সমীক্ষা অভিযানের নামলো বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৫নভেম্বরঃ গৃহ সমীক্ষা অভিযানের নামলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। বালুরঘাট পৌরসভার সমস্ত নাগরিকদের একসাথে এক ছাতার তলায় আনতেই এই অভিযান শুরু করেছে বালুরঘাট পৌরসভা বলে খবর। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়েছে গৃহ সমীক্ষা অভিযান সফল করতে। বালুরঘাটে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে জোর কদমে চলছে গৃহ সমীক্ষার কাজ।
সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ, উপ পৌরাধক্ষ,এম সি আই সি এবং কাউন্সিলর গন ও পৌরসভার আধিকারিকরা বিষয়টি পরিদর্শন করেন।
বালুরঘাট পুরসভা এলাকার সমস্ত নাগরিক পরিষেবা এক ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে পৌর গৃহ সমীক্ষা চলছে। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকাতেও পৌর গৃহ সমীক্ষা চালাচ্ছে বালুরঘাট পৌরসভা । বালুরঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গৌড়ীয় মঠ এলাকায় বাড়ি বাড়ি পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। পাশাপাশি পৌরসভার পৌর গৃহ সমীক্ষকদের নিয়ে এই এলাকার বাড়ি বাড়িতে সমীক্ষা চালায় । পৌর বৃহ সমীক্ষা চালাতে বালুরঘাট পৌরসভার আধিকারিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।