দুরন্ত গতিতে আসা বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর।
1 min read
আজকের বার্তা, তুফানগঞ্জ, ৫ নভেম্বর ঃ- দুরন্ত গতিতে আসা বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। তুফানগঞ্জ ব্লকের তুল্লিগুড়ি বাজারে মঙ্গলবার সকালে তুল্লিগুড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা রাউতকে প্রচন্ড গতিতে আসা বালির ট্রাক পেছন থেকে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে সে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘাতক বালির ট্রাকটিকে স্থানীয় জনতা আটকে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে তুল্লিগুড়ি বাজার এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরবর্তীকালে তুফানগঞ্জ বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনে। আটক বালির ট্রাকটিকে বক্সিরহাট থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ নং তুফানগঞ্জ ব্লকের তুল্লিগুড়ি বাজারে প্রিয়াঙ্কা রাউত নামে স্থানীয় তুল্লিগুড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সকালে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে পেছন থেকে প্রচন্ড গতিতে আসা বালি বোঝাই ট্রাক তুল্লিগুড়ি বাজারের মধ্যে ধাক্কা মারে। সেই সময় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায় ছাত্রীটি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।