সদ্যজাত শিশু ও প্রসূতি মৃত্যুর ঘটনায় ভাঙচুর নার্সিংহোমে
1 min read
আজকেরবার্তা, বংশিহারী, ৫ সেপ্টেম্বরঃ সদ্যজাত শিশু ও প্রসূতি মৃত্যুর ঘটনায় ভাঙচুর নার্সিংহোমে। দক্ষিণ দিনাজপুরের
বুনিয়াদপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে এদিন সকালে ভাঙচুর করেন মৃতের পরিবার ও এলাকার লোকজন। বংশীহারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে বংশীহারী থানার জোর দীঘির বাসিন্দা রামপ্রসাদ ঘোষ এর স্ত্রী প্রণিতা ঘোষ বুনিয়াদপুরে একটি নার্সিংহোমে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। গত দুদিন আগে ওই শিশুর মৃত্যু হয়। পাশাপাশি প্রসুতির শারীরিক অবনতির কারণে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে ওই মহিলারও মৃত্যু হয়। এই ঘটনায় আজ বুনিয়াদপুরের ওই নার্সিংহোমে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজনেরা। ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে।
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।