Thu. Sep 28th, 2023

182 বছরের পারিবারিক দুর্গাপূজা আজও নিয়ম-নীতি রেওয়াজ মেনেই পালন করার চেষ্টা করেন সাহা পরিবার।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৫সেপ্টেম্বরঃ বাংলাদেশের জামিরতা গ্রাম থেকে বনমালী সাহা আত্রেয়ী নদীর ধরে চালের ব্যবসা করার জন্য মাঝে মাঝেই বালুরঘাট আসতেন। তখন বালুরঘাটের সাথে বাংলাদেশের যোগাযোগ ছিল নিবিড়। আত্রেয়ী তখন ছিল পূর্ণ যৌবন সম্পন্না কিন্তু কালের গতির সাথেই যেমন তার চেহারা বদলেছে তেমনি 182 বছর আগে বনমালী সাহার তৈরি জমিদারিও আজ প্রায় শেষে র দিকে একমাত্র বংশধর কালীকৃষ্ণ সাহারায় কোন রকমের টিকিয়ে রেখেছেন পারিবারিক ঐতিহ্য । 182 বছরের পারিবারিক দুর্গাপূজা আজও নিয়ম-নীতি রেওয়াজ মেনেই পালন করার চেষ্টা করেন সাহা পরিবার। চালের ব্যবসায়ী থেকে হঠাৎ করে এলাকায় জমিদারি লাভ করে বনমালী সাহা বালুরঘাট শহরেই তার ব্যবসার কেন্দ্র গড়ে তোলেন এরপর আত্রেয়ী দিয়ে বহু জল গড়িয়েছে বদলেছে সময় এখন আর জমিদারি নেই কিন্তু দূর্গা পূজার যে পারিবারিক রীতি রেওয়াজ সেক্ষেত্রে কোনরকম ছেদ পরেনি। এখনো বন্ধন ষষ্ঠী বা দ্বাপর ষষ্ঠীর দিন থেকে দুর্গার কাঠামো পূজা শুরু হয়। পূজার কিছু নিজস্ব বৈশিষ্ট্যের সাথে সাথে দেবীর প্রতিমার গঠনেরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কার্তিক গণেশের যে দিকে থাকার কথা সাহাবাড়ির পূজাতে দেবীর ডান দিকে থাকেন কার্তিক বাঁ দিকে? সেই পাঁচদিনের জন্য।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.