Sun. Oct 1st, 2023

এ এক অন্যরকম শিক্ষক দিবসের আয়োজন, অসহায় রোগীদের মুখে খাবার তুলে দিয়ে হরিশ্চন্দ্রপুরে পালিত হল শিক্ষক দিবস।

1 min read

 

আজকেরবার্তা, মালদা, ৫ সেপ্টেম্বরঃ জাঁকজমক কোন আয়োজন নয়। এক্তূ অন্যরকমভাবে শিক্ষক দিবস পালিত হল মালদার হরিশ্চন্দ্রপুরে। এদিন তুলসীহাটা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন। এমনকি শিক্ষকরা রুগীর পাশে বসে নিজ হাতে ফল খাইয়ে সুস্থতা কামনা করলেন তাদের। এদিন প্রায় ১২০ জন রোগীর হাতে বিভিন্ন রকমের ফল তুলে দেওয়ার পাশাপাশি রোগীর আত্মীয়,হাসপাতালের সাফাই কর্মী,নার্স ও চিকিৎসকদের মধ্যেও এই ফল বিতরণ করা হয় বলে জানান শিক্ষক দিবস উৎযাপন কমিটির সম্পাদক শিক্ষক জামিল আক্তার। হাসপাতালের পরিকাঠামো উন্নতির পাশাপাশি পানীয় জলের সুবিধা,পরিস্কার পরিচ্ছন্নতা ও রোগীদের ভালো পরিসেবার আর্জি জানান শিক্ষকরা।এদিন ফল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন মাসুদ করিম আনসারী ও হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল।শিক্ষকদের এই সেবামূলক কাজের প্রসংশা জানিয়েছেন সকলেই।
শিক্ষক মহম্মদ মিজানুর হক জানান, এই দিনটিতে সাধারন মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের।আগামীতেও এভাবেই মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ তুলসীহাটা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হরিশ্চন্দ্রপুরের মানুষেরা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.