Wed. Sep 27th, 2023

সংসার করতে চাওয়ার দাবি তুলে স্বামীর বাড়ির সামনে ধর্না স্ত্রীর

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৫ আগষ্ট: আদালতে বলেছিল স্ত্রীকে নিয়ে সংসার করবেন, সে কারণে মামলা তুলে নেন স্ত্রী। অভিযোগ , বর্তমানে অন্যের সঙ্গে সংসার করছেন স্বামী। ঘটনার প্রতিবাদে স্বামীর বাড়ীর সামনে ধর্ণায় বসেছেন আগের স্ত্রী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চক আলম এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে বছর পাঁচেক আগে বালুরঘাট থানার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চক আলম গ্রামের বাসিন্দা সেনা বিভাগে কর্মরত সোম মুর্মু এর সাথে বিয়ে হয় কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের বংশীপুর গ্রামের বাসিন্দা ঐ মহিলার। অভিযোগ, বিয়ের কিছুদিন পর মহিলার স্বামী সোশ্যাল মিডিয়ায় অন্য এক মহিলার সাথে প্রণয়ে জড়িয়ে পড়েন। স্ত্রী বিষয়টি জানার পরেই শুরু হয় অত্যাচার। গৃহবধূর অভিযোগ প্রতিবাদ করায়, স্বামী তাকে মারধর করতো। এই ঘটনায় ঐ নির্যাতিতা গৃহবধূ গ্রাম্য সালিশি সভায় অভিযোগ করলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই ওই গৃহবধূ আইনের দ্বারস্থ হন। গৃহবধূ নির্যাতনের অভিযোগ করা হয় বালুরঘাট থানায়। নির্যাতিতা ওই গৃহবধূ জানান, মামলা চলাকালীন স্বামী তাকে নিয়ে সংসার করবে জানালে, তিনি মামলা তুলে নেন। অথচ স্বামীর কর্মস্থলের আবাসনে অন্য মহিলার সাথে স্বামী সংসার করছে বলে জানতে পারেন। এই ঘটনার প্রতিবাদে এদিন ওই গৃহবধূ স্বামীর বাড়ির সামনে ধরনায় বসেন।

রাজস্থানে কর্মরত ওই সেনা জওয়ান বর্তমানে গ্রামের বাড়িতেই রয়েছেন। যদিও তিনি স্ত্রীর আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

এদিন ধর্ণার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ ওই গৃহবধূকে তার স্বামীর বাড়িতে ঢুকিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.