Sun. Oct 1st, 2023

অসম্পূর্ণ টিকা করণ সম্পূর্ণ করতে ইন্টেন্সি ফাইড মিশন ‘ইন্দ্রধনুস’ অনুষ্ঠিত জতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলায়।

1 min read

আজকেরবার্তা বালুরঘাট, ৫ আগষ্ট: ইন্টেন্সি ফাইড মিশন ‘ইন্দ্রধনুস’ অনুষ্ঠিত জতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলায়। এই বিষয় নিয়ে শনিবার বিকেলে জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠক করেন দক্ষিন দিনাজপুর জেলা সমহর্তা বিজিন কৃষ্ণা।

দক্ষিণ দিনাজপুর জেলার শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের টিকা করণে, যদি শিশুর ভ্যাকসিনেশন বাদ গেলে তা পুনরায় দেওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি গর্ভবতী মহিলাদেরও যদি কোন ভ্যাকসিন বাদ হয়ে থাকে সে টিকাও ইন্দ্রধনুস ক্যাম্পেইনের অধীনে সম্পূর্ণ করা হবে।

তিনটি ভাগে ভাগ করে এই ভ্যাক্সিন গুলি প্রদান করা হবে। প্রথম স্তর হসাবে ৭ থেকে ১২ আগষ্ট পর্যন্ত সময় নির্ধারিত করা হয়েছে। দ্বিতীয় স্তর ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ও তৃতীয় স্তর ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টিকাকরণ চলবে দক্ষিন দিনাজপুর জেলাতে বলে জানান জেলা শাসক।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের সাথে যৌথ ভবে কাজ করা হবে। বাড়ি বাড়ি সার্ভে করে শিশু ও গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবারে এই ইন্টেন্সি ফাইড মিশন ইন্দ্রধনুস কে বাস্তবিত করতে উদ্যোগী হয়েছে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।

দক্ষিন দিনাজপুর জেলায় আনুমানিক ৬৯১৯ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। এই ইন্টেন্সি ফাইড মিশন ইন্দ্রধনুস কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসনের তরফে তৈরি করার তালিকার নথিভুক্ত মানুষদের টিকাকরণ করা হবে। জেলার মোট ৬৯১৯ জনের মধ্যে, শূন্য থেকে দু বছর পর্যন্ত ৪৫৫৮ জন বাচ্ছা রয়েছে।৷ দুই থেকে পাঁচ বছর বয়সে ১০৪০ জন বাচ্চা রয়েছে। ১৩২৩ জন গর্ভবতী মহিলার নাম রয়েছে এই তালিকায়।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৩২৫ টি করে সেন্টারে এই টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন সেন্টার এবং সাব সেন্টার তৈরি করা হবে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে। প্রত্যন্ত এলাকাগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিভিন্ন বিদ্যালয়গুলিতে টিকা করেন কর্মসূচি সেন্টার তৈরি করা হবে বলে জানান জেলা শাসক। মানুষকে টিকা প্রদান করতে মোট ৩২৫ টি জায়গার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ৩৭৫ জনের একটি টিম তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। তিনটি স্তরে একই সেন্টার থাকবে সমস্ত জায়গায়।

টিকাকরণ সংক্রান্ত বিষয়ে স্থানীয় এলাকাতে প্রচার করা হবে। টিকাকরণের স্থান ও সময় জানাতে জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি এলাকায় প্রচার করা হবে বলে জানান জেলা শাসক। এই প্রত্যেকটি সেন্টারে জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি করা হবে টিকাকরণের সময় বলে জানান তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.