কন্যাশ্রী দিবস উপলক্ষে জেলা ব্যাপী কন্যাশ্রী ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৫ আগষ্ট: কন্যাশ্রী ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট পুলিশ লাইন মাঠে। কন্যাশ্রী দিবস কে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন। দুই দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শনিবার সকালে থেকে শুরু হয়েছে এই কন্যাশ্রী ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।ফুটবলে প্রথম কিক মেরে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধবোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা।
দক্ষিন দিনাজপুর জেলার ৮ টি ব্লক ও ২টি মিউনিসিপ্যালটি মিলিয়ে মোট ১০ টি টিম অংশ গ্রহন করছে এই ফুটবল টুর্নামেন্টে। কন্যাশ্রী ক্লাবের মেয়েদের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা মেয়েদের নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। ১৪ আগষ্ট সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এবছর কন্যাশ্রী প্রকল্পের ১০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকেও কন্যাশ্রী দিবস উপলক্ষে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অন্যতম।
জেলার ৮ টি ব্লক ও ২ টি মিউনিসিপালিটি এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ১০ টি টিম তৈরি করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে এই টিম গুলি তৈরি করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্প অধীনে থাকা মেয়েদের একাধিক প্রশিক্ষণ প্রদান করানো হয় সরকারের পক্ষ থেকে। সেই প্রশিক্ষণের মধ্য থেকে এবার দক্ষিন দিনাজপুর জেলায় কন্যাশ্রী দিবস উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বালুরঘাট পুলিশ লাইন মাঠে শুরু হয় এই ফুটবল টুর্নামেন্ট। দশটি হলের এই নক আউট ফুটবল টুর্নামেন্ট চলার পর রবিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই ফুটবল প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য জেলা প্রশাসনের আধীকারিকেরা।