ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শিকার বালুরঘাট পিএইচই দপ্তর।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৫ আগষ্ট: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শিকার বালুরঘাট পিএইচই দপ্তর। শুক্রবার দুপুরের আগুনের রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ফির জ্বলে উঠল পিএইচই দপ্তর। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে নিয়ন্ত্রণে পরিস্থিতি। বিগত দিনের আগুনের রেশ থেকেই আবার আগুন লেগেছে বলে অনুমান পিএইচই আধিকারিক ও দমকলের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে আবারো আগুন জ্বলতে দেখা যায় পিএইচই দপ্তরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পিএইচই আধিকারিকেরা। খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্যরা।
বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় রয়েছে পিএইচই দপ্তর। শুক্রবার হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে বালুরঘাট পিএইচই দপ্তরে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো বিধ্বংসী আগুন বালুরঘাট পিএইচই দপ্তরে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনার পর আবারো পুনরায় পিএইচই দপ্তরে এদিন আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। শুক্রবারের আগুনের রেশ থেকেই শনিবার আবারও আগুন লাগে পিএইচই দপ্তরে বলে অনুমান দমকলের।
প্রসঙ্গত শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বালুরঘাট সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত পিএইচই অফিসে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে এই প্রাথমিকভাবে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। আগুন ভয়াবহ রূপ ধারণ করে। কালো ধোঁয়া অতিরিক্ত ভাবে ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেই আগুনের রেশ থেকেই পুনরায় এদিন রাত সাড়ে আটটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বালুরঘাট পিএইচই দপ্তরে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিএইচই দপ্তর আধিকারিক সুব্রত কর। তিনি জানান গতকালের আগুনে ছাই থেকে এই শনিবার রাতে পুনরায় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি এ দিনের আগুনে। দমকল বাহিনী সঠিক সময়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।