Sun. Oct 1st, 2023

নির্বাচন কমিশনের নিয়ম উলঙ্ঘন করার অভিযোগে তৃণমূল জেলা সভাপতি ও প্রার্থী মৃণাল সরকারের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশন ও রাজ্যপাল কে চিঠি বিজেপি প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার করেছে মৃণাল সরকার।

1 min read

আজকেরবার্তা, দক্ষিন দিনাজপুর, ৫ জুলাই: নির্বাচন কমিশনের নিয়ম উপেক্ষা করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবীতে সরব বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে চিঠি মারফত অভিযোগ জানানো প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের চার নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৃণাল সরকার। ওই আসনের বিজেপি প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে হলফনামা জমা করতে হয়। বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার হলফনামায় সত্যতা লুকানোর অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী মৃণাল সরকারের বিরুদ্ধে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, মৃণাল সরকারের নমিনেশন জমা দেওয়ার সময় তার বিরুদ্ধে থাকা একটি খুনের ঘটনায় জড়িত থাকার মামলার বিষয়ে হলফনামায় উল্লেখ করেন নি বলে অভিযোগ তুলে তার প্রতিদ্বন্দ্বিতা বাতিলের দাবি জানিয়েছেন। ঘটনায় নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে চিঠি মারফত অভিযোগ দায়ের করেছে বিজেপি প্রার্থী প্রদীপ সরকার বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার এবারের পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুর ব্লকের চার নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। একই আসনের বিজেপি প্রার্থী প্রদীপ সরকার। হলফনামায় সত্যতা গোপন করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছে চিঠি মারফত অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী।

বিজেপি প্রার্থীর অভিযোগ, মৃণাল সরকার নমিনেশন জমা দেওয়ার সময় যে হলফনামা জমা করেছেন তার মধ্যে সত্যতা গোপন করেছে প্রার্থী। হলফনামায় তৃণমূল কংগ্রেসের দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি তথা গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর জেলা পরিষদের আসনের প্রার্থী মৃণাল সরকার তার বিরুদ্ধে থাকা একটি খুনের ঘটনায় জড়িত থাকার মামলার বিষয়ে হলফনামায় উল্লেখ করেন নি বলে অভিযোগ বিজেপি প্রার্থী প্রদীপ সরকারের। ঘটনায় নির্বাচনের নিয়ম ও লঙ্ঘন করে হলফনামায় সত্যতা গোপন করার অভিযোগ তুলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বাতিলের দাবি জানিয়েছেন একই বুথের বিজেপি প্রার্থী।

ভারতীয় সংবিধানের অন্তর্গত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মনোনয়ন জমা দেওয়া প্রত্যেকটি প্রার্থীর সমস্ত সত্যতা, স্থাবর অস্থাবর সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা, আইন স্বচ্ছতা সহ একাধিক বিষয়ের উল্লেখ করতে হয় হলফনামায়। নির্বাচন কমিশনের একাধিক নিয়ম মেনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মনোনয়ন জমা করতে হয় প্রত্যেক প্রার্থীকে।

কিন্তু বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি খোদ নির্বাচনের প্রার্থী পদে থাকায় তার বিরুদ্ধে খুনের মামলা সাথে জড়িত থাকার ঘটনা মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় উল্লেখ করেননি। ঘটনায় সত্যতা গোপন করে নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দিতা করার অভিযোগ ওঠে মৃণাল সরকারের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, গঙ্গারামপুর ব্লকের চার নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রদীপ সরকার তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বি তথা তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকারের বিরুদ্ধে হলফনামায় খুনের মামলার সঙ্গে জড়িত থাকার মামলার বিষয়টি গোপন দেখে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে রাজ্যপাল ও ইলেকশন কমিশন কে চিঠি দিয়ে তার নমিনেশন বাতিলের দাবি জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের চার নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রদীপ সরকার।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গঙ্গারামপুর ব্লকের চার নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাল সরকার জানান, তিনি সমস্ত সঠিক তথ্যর ভিত্তিতেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করেছেন। তার বিরুদ্ধে থাকা মামলার সত্যতা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেন ভারতীয় সংবিধান অনুযায়ী এই সমস্ত মামলা চলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। তিনি অভিযুক্ত দোষী নন। আদালতের বিচার এখনো পর্যন্ত আসেনি কিন্তু বিজেপি মামলার সত্যতা না জেনে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ রটাচ্ছে। তিনি আরো জানান নির্বাচনে ঠিক আগ মুহূর্তে মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুপ্রভাব ফেলতে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সমস্ত চক্রান্ত করে চলেছে প্রতিনিয়ত।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.