একাধিক দাবি তুলে পাগলীগঞ্জে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কুর্মী সমাজ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৫ জুন: গ্রেপ্তার হওয়া কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ কুর্মীদের। দক্ষিন দিনাজপুর জেলার পাগলীগঞ্জে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কুর্মী সমাজ। একাধিক দাবি তুলে এদিন সরব হয় কুর্মী সমাজ। জাতীয় সড়কে পথ অবরোধের জেরে বন্ধ হয়ে জায় যান চলাচল। সমস্যায় পড়ে নিত্য যাত্রীরা।
বিভিন্ন রাজনৈতিক নেতাদের কুর্মি প্রসঙ্গে কুমন্তব্যের প্রতিবাদে, গ্রেপ্তার হওয়া কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ও কুর্মীদের এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার দাবিতে সোমবার পাগলীগঞ্জ এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কুর্মী সমাজ। পথ অবরোধের পাশাপাশি মিছিল, পথসভা ও বিক্ষোভ সমাবেশ করা হয় কুর্মী সমাজের পক্ষ থেকে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পথ অবরোধের জেরে সৃষ্ট হয় যানজটের। যানজটের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বালুরঘাট- পতিরাম রুটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে কিছুক্ষণ পর উঠে যায় পথ অবরোধ।
তবে কুর্মী সমাজের দাবি, বিভিন্ন রাজনৈতিক নেতারা কুর্মিদের প্রসঙ্গে যে কুমন্তব্য করেছে সেই কথার জন্য অবিলম্বে তাদের কুর্মী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের আরো দাবি গ্রেপ্তার হওয়া কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি কুর্মী সমাজকে আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেয়।