Sun. Oct 1st, 2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষন বন্ধের বার্তা দেওয়া হয় দিশারী সংগঠন এবং জাগৃতির সংগঠনের যৌথ উদ্যোগে।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৫ জুন: আজ ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষন বন্ধের বার্তা দিশারী সংগঠন এবং জাগৃতি সংগঠনের তরফ থেকে। সোমবার বালুরঘাটের থানা এলাকায় প্ল্যাস্টিক দূষণ বন্ধকে থিম করে কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষায় শিশু- কিশোরদের আকা ছবি গাছের সামনে লাগিয়ে দেন উদ্যোক্তারা। একই সাথে থানা মোড় এলাকায় পরিবেশ রক্ষায় শিশু কিশোদের আকা ছবি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে, 150 টিরও বেশি দেশ এই দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এই দিনটি পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কীভাবে আমরা সেগুলি মোকাবেলা করতে পদক্ষেপ নিতে পারি সেই কারনেই এই দিনটি পালন করা হয়ে থাকে। এই দিবসটি পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। পৃথিবী বিভিন্ন জীবন্ত প্রাণীর আবাসস্থল। বিশ্ব পরিবেশ দিবসে, ব্যক্তিদের তাদের কর্মের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়। সেই কথা মাথায় রেখেই বালুরঘাটের থানা মোড়ে বিশ্ব পরিবেশ দিবস এর কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করাই কর্মসূচির উদ্দেশ্য।

শুধু যে প্লাস্টিক থেকেই পরিবেশ দূষন হচ্ছে তা নয়, বিভিন্ন গাড়ির ধোয়া, কলকারখানার ধোয়া, শব্দ দূষন বিভিন্নভাবেই পৃথিবীতে দূষনের মাত্রা বাড়ছে। এর ফলে ক্ষতি হচ্ছে মানুষ থেকে গাছপালা, পশুপাখি সমস্ত কিছুরই। এইসব দূষন রোধ করতেই জাগৃতি এবং দিশারী সংগঠনের তরফ থেকে এই উদ্যোগ বলে জানা যায়।

সংগীত কুমার দেব জানান, পৃথিবী নানাভাবেই দূষিত হচ্ছে। দূষনের হাত থেকে বাচতে হলে কিছু সর্তকতা অবলম্বন করা দরকার। প্রশাসনকে সচেতন করতে তাদের এই উদ্যোগ।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.