জোরকদমে চলছে মুখা শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি, আর মাত্র কয়াকদিন বাকি কুশমন্ডির বিখ্যাত মুখা মেলার।
1 min read
আজকের বার্তা, কুশমন্ডি, ৪ নভেম্বর; হাতে আর মাত্র কয়াকদিন বাকি কুশমন্ডির বিখ্যাত মুখা মেলার। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহেষ বাথানে প্রতি বছরের মত এ বছরে ও অনুষ্ঠিত হতে চলেছে মুখোশ মেলা। আগামী ৯ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে মুখা মেলা। জোরকদমে চলছে মুখা শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখা শিল্পীদের অক্লান্ত পরিশ্রমের ফল সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া আগে তারা কোন প্রকারের ত্রুতি রাখতে নারাজ।
সাম্প্রতি জি আই ট্যাগ পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মুখোশ। কুশমন্ডির বিখ্যাত মুখোশের চর্চা রয়েছে সারা দেশ জুড়ে। প্রধান মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলকেই জেলার এই বিশেষ শিল্প উপহার স্বরূপ প্রদান করা হয়েছে দক্ষিণ দিনাজপুর বাসীর পক্ষ থেকে।
মুখা মেলায় প্রদর্শিত করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার হস্ত শিল্পীদের দ্বারা তৈরি নানান মুখোশ। এবারের মেলায় থাকছে ১২৫ টি স্টল। যার মধ্য থাকবে মিউজিয়াম কাঠের মূখোশ পরিচিতি ও নানান বিশেষ আকর্ষণ। থাকছে সরাসরি মুখা শিল্পীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে মুখা তৈরির কথা শুনে নেওয়ার সুযোগ।
জেলার সাথে সাথে আসে পাশের জেলা ও ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষের সমগম হয় এই মেলায়। এই মেলায় বিভিন্ন দামের মুখোশ পাওয়া যায়। মুখোশের মাপ ও হাতের কাজের মান অনুসারে নির্দিষ্ট করা হয় প্রত্যেকটি মুখোশের দাম।
এই বিষয়ে মহেষবাথানের সমবায় সম্পাদক পরেশ চন্দ্র সরকার জানান, এই মেলা শুরু হবে ৯ই নভেম্বর থেকে। এবারের মুখা মেলায় শিল্পী দের সঙ্গে কথা বলে সাধারণ মানুষ জানতে পারবে মুখা তৈরির কাহিনী। ঘুরে দেখতে পাবেন ১২৫ টি স্টল, যার মধ্য থাকবে মিউজিয়াম কাঠের মূখোশ পরিচিতি এবং শিল্পীদের জীবনযাত্রা। এই মেলায় দুর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। আশা করা যায় এবছর আগের তুলনায় বেশি মানুষের সমাগম হতে চলেছে কুশমন্ডি মহেষবাথানের মুখা মেলায়।