Sun. Oct 1st, 2023

মালদায় ফের গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির।

1 min read

আজকের বার্তা, মালদা, ৪ নভেম্বর :- মালদায় ফের গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গোলকটোলা গ্রামে। রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অজয় কুমার দাস (৪৬)। বাড়ি গোলকটোলা গ্রামে। ঘটনায় অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাতে
অজয় কুমার দাস একটি গরু রাস্তার ধারে বাঁশের খুঁটিতে বাঁধছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় চিরঞ্জিত মন্ডল ওই রাস্তা দিয়ে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারে গরু বাঁধাকে কেন্দ্র করে তাদের দুইজনের মধ্যে বচসা শুরু হয়। এরপর বচসা থেকে শুরু হয় মারামারি। অভিযোগ, গ্রামের ৬ জনকে নিয়ে অজয় এর উপর কিল-ঘুষি ও ইট দিয়ে প্রহার করে চিরঞ্জিত মন্ডল। ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অজয়কে। রবিবার রাতে তার মৃত্যু হয়। থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মোথাবাড়ি থানার পুলিশ।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.