বালুরঘাটে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে পালিত হলো পুষ্টি সপ্তাহ।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ৪ সেপ্টেম্বর ঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে পালিত হলো পুষ্টি সপ্তাহ। এদিন বালুরঘাট শহরের ১১ নম্বর সেক্টরের ২২ নম্বর ওয়ার্ডের একটি অংগনওয়ারি কেন্দের উদ্যোগে পুষ্টি সপ্তাহ পালিত হয়। এদিন এখানে মায়েদের পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় জানানো হয়। সাথে দেওয়া হয় পুষ্টি যুক্ত খাবার।
জানাগেছে, ১লা সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি সপ্তাহ উৎযাপন করা হচ্ছে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে। এই অনুষ্ঠানের মাধ্যমে মায়েদেরকে জানানো হয়, বাচ্চাদেরকে পুষ্টিকর কি কি খাওয়ার খাওয়াতে হবে এবং সেইসব বিষয় সম্পর্কে সচেতন করাও হয়ে থাকে।
বালুরঘাট ব্লকের ২২ নম্বর ওয়ার্ডের কর্মীরা বিভিন্ন খাওয়ার নিয়ে এসে মায়েদের এবং বাচ্চাদের পুষ্টিকর খাওয়ার সম্পর্কে অবগত করেন। শিশু ও মায়েদের মুখে পুষ্টি যুক্ত খাবার তুলে দিতে সরকারি ভাবে অনুষ্ঠিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। এদিনের শিশু সহায়তা কেন্দ্রের এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়।
এবিষয়ে সুপারভাইজার মিতালী পাল জানান, ১লা সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্লকে পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। আজ বালুরঘাট ব্লকের ২২ নম্বর ওয়ার্ডেও বিভিন্ন পুষ্টিকর খাওয়ার নিয়ে এসে মা ও শিশুদের এই বিষয়ে সচেতন করা হয়। এমন উদ্যোগ আগামীতেও করা হবে বলে জানান তিনি।