ভয়াবহ অগ্নিকাণ্ড বালুরঘাট পিএইচই দপ্তরে। কালো ধোঁয়ায় ভরে গেল এলাকা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৪ আগষ্ট: ভয়াবহ অগ্নিকাণ্ড বালুরঘাট পিএইচই দপ্তরে। কালো ধোঁয়ায় ভরে গেল এলাকা। আতঙ্কিত পিএইচই দপ্তরের কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা সকলে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় রয়েছে পিএইচই দপ্তর। শুক্রবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ হঠাৎই পিএইচই দপ্তর থেকে কালো ধোঁয়া বেড়াতে দেখে এলাকাবাসীরা। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে ও পুলিশে।
পিএইচই দফর কর্মী সুত্রে জানাযায়, প্রথমে দফতরের ছাদ থেকে ভয়ানক আওয়াজ আসে। হঠাৎ এই আওয়াজ পেয়ে পিএইচই দপ্তরের কর্মীরা তড়িঘড়ি উপর থেকে নিচে নেমে আসে। এর পর আকাশে কালো ধোঁয়া ও আগুন নজরে আসে কর্মীদের। বালুরঘাট পিএইচই দপ্তরের সব থেকে উপরের ছাদের ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিগণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ্য অশোক কুমার মিত্র সহ অন্যান্য আধিকারিকেরা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বালুরঘাট দমকল স্টেশন থেকে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বালুরঘাট বিদ্যুৎ বিভাগের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িক কেটে দেওয়া হয়। অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার হাত থেকে বাচাতে এই উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট বিদ্যুৎ বিভাগ।
দমকল বিভাগের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে আগুন লেগেছে তা স্পষ্টভাবে এখনো জানা যায়নি। দমকল বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে কোন মানুষের প্রাণহানি হয়নি। তবে অগ্নিকুণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি পিএইচই দপ্তর থেকে বেড়িয়ে আসার সময় বেশ কিছুকর্মী সামান্য আহত হয়েছে বলে জানা গিয়েছে।
বালুরঘাট পিএইচই দপ্তরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ার দাপট অতিরিক্ত ছিল এলাকায়। অতপ্রায়, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ার প্রকোপে অসুস্থ হয়ে পড়ে এক দমকল কর্মী। কালো ধোঁয়ায় ভরে যায় বালুরঘাট পিএইচই দফতর চত্বর। স্থানীয় বাসিন্দা ও দোকানদারেরাও অভিযোগ জানায় অস্বাভাবিক ও শ্বাসকষ্ট জনিত ধোঁয়ায় এলাকা ভরে যাওয়ার।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা জানান, শুক্রবার বেলা তিনটের নাগাদ হঠাৎ করে বালুরঘাট শহরের পিএইচই দপ্তরে আগুন লাগার ঘটনা সামনে আসে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড টি ঘটেছে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় গুরুতরভাবে কেউ জখম হয়নি বলে জানান জেলা শাসক।