নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে ড্রেনের কাজ বন্ধ হল বালুরঘাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। বিরোধীদের চক্রান্ত এই অভিযোগ বলে দাবি ওয়ার্ড কাউন্সিলরের
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৪ আগষ্ট: নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে ড্রেনের কাজ বন্ধ হল বালুরঘাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তোলে স্থানীয়রা বলে অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর। বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য মিথ্যে অভিযোগ তুলছে বলে দাবি কাউন্সিলরের।
সদ্য বালুরঘাটে পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত হয়েছে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। যেখান থেকে বালুরঘাট পৌরসভার অন্তর্গত তিনটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। সদ্য পৌরসভায় যুক্ত হওয়া ১৪ নং ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থায় নতুন পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে এলাকায়।
ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের কাজ করার অভিযোগ ওঠে এলাকায়। এই অভিযোগের কারণে বন্ধ হয়ে যায় ড্রেন নির্মাণের কাজ। ঘটনা কি কেন্দ্র করে উত্তেজনা ছাড়াই এলাকায়। কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে গঠনাস্থলে পৌঁছায় ওয়ার্ড কনসিলার তথা বালুরঘাট পৌরসভার এমসিআইসি অনেজ সরকার সহ অন্যান্যরা।
এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ করছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। কোন প্রকার ওয়ার্ক অর্ডার সিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ তোলে স্থানীয়রা। তাদের দাবি সঠিক সিডিউল মেনে কাজ করতে হবে।
যদিও এই অভিযোগ অস্বীকার করে ঠিকানা সংস্থার কর্ণধার পার্থ সিংহ। তিনি জানান সম্পূর্ণ সিডিউল মেনে কাজ করা হচ্ছে। এবং ১৩ নম্বর ওয়ার্ডের ড্রেট নির্মাণের সমস্ত সামগ্রী খুব ভালো মাপের বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বালুঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনেজ সরকার জানান, এলাকায় ড্রেন নির্মাণ সংক্রান্ত বিষয়ে স্থানীয় বাসিন্দারা কোনরকম অভিযোগ করেনি। বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার লক্ষ্য নিয়ে এই অভিযোগ তুলেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। ওয়ার্ক অর্ডার সিডিউল মেনে কাজ করা হচ্ছে বলে দাবি করে তিনি।