Wed. Sep 27th, 2023

তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম চাকরি বাতিলের লিষ্ট এ থাকায় চাঞ্চল্য বালুরঘাটে।

1 min read

 

আজকেরবার্তা, বালুরঘাট, ৪মার্চ: তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম চাকরি বাতিলের লিষ্ট এ থাকায় চাঞ্চল্য বালুরঘাটে। দীপান্বিতা দেব সিংহ বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি তিনি বালুরঘাটের প্রাচ্য ভারতী উচ্চ বিদ্যালয় এর জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন।
তবে ইতিমধ্যেই পর্ষদ থেকে যে চাকরি বাতিলের ৬১৮ জনের তালিকা প্রকাশ হয়েছে তাতে ৪৯০ নম্বরে নাম রয়েছে দীপান্বিতা দেবসিংহের।

প্রাচ্য ভারতী স্কুলের প্রধান শিক্ষক শ্যামাচরণ প্রামানিক জানান, মধ্যশিক্ষা পর্ষদের ক্যানশেলেশন লিস্ট পেয়েছি ডিআই অফিস থেকে ইমেলে। তবে করনীয় কিছুর নির্দেশ এখনো পাইনি। নির্দেশ মতো কাজ করবো।

দীপান্বিতা দেব সিংহ তালিকায় নাম থাকা শিক্ষিকার পাশাপাশি তৃণমূল কাউন্সিলর হওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল ছড়িয়েছে।

এদিকে দীপান্বিতা দেব সিংহের ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির পরাজিত প্রার্থী ষষ্ঠী বসাক ভট্টাচার্য বলেন, পর্ষদের নির্দেশে তার চাকরি বাতিল হয়েছে। তার নামে ভূয়োক্ষিকার কলঙ্ক লেগেছে। এ অবস্থায় তার কাউন্সিলর থাকার কোন অধিকার নেই বলে মনে করি।

এদিন দীপান্বিতা দেব সিংহ এর সাথে কথা বলতে গেলে, তার শ্বশুর মশাই রামনাথ সেন জানান, দীপান্বিতা বাড়িতে নেই। ফলে এই শিক্ষক বাতিলের বিষয়ে ঐ শিক্ষিকার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.