তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ বালুরঘাট জেলা হাসপাতালে।
1 min read
আজকেরবার্তা বালুরঘাট, ৪ জানুয়ারি ঃ- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ বালুরঘাট জেলা হাসপাতালে। মঙ্গলবার বালুরঘাট পৌর এলাকার ২২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন ২২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তাপস চক্রবর্তী।
প্রসঙ্গত, ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সপ্তাহ ব্যাপি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম এদিনের ফল বিতরণ। এদিন বালুরঘাট জেলা হাসপাতালে পুরনো ভবন ও সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা ৪০০ জন রোগীর মধ্যে ফল বিতরণ করা হয়।
22 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী জানান, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা ব্যানার্জির নির্দেশে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে এদিন বালুরঘাট জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো।