Sun. Oct 1st, 2023

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩ডিসেম্বরঃ
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো আজ হিলি ব্লকের চকমোহন এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির স্যাগ কেপি প্রকল্পের ব্যবস্থাপনায় আজকের এই বিশেষ দিনটি পালিত হলো এলাকার কিশোরী ও তাদের মায়েদের নিয়ে। প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। আজকের এই বিশেষদিনে উজ্জীবন সোসাইটির সক্রিয় কর্মী দেবাশীষ সরকার, রাজেশ মোহন্ত, অমল মণ্ডল, অর্পিতা দাস, রুম্পা মাহাতো, কৃষ্ণ মালী প্রমুখ উপস্থিত ছিলেন। উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন, প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির আইনি অধিকার সুনিশ্চিত করতে এই উদ্যোগ সারা বছর জুড়ে চালু থাকবে। দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা মাননীয়া সঙ্গীতা চ্যাটার্জী বলেন, আজকের এই বিশেষ দিনটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সব ধরনের আইনি সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে সাড়া জেলা জুড়ে সর্বত্র পালিত হচ্ছে।

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.