Wed. Sep 27th, 2023

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো এম আর আই পরিষেবা ও উন্নতমানের হাইড্রলিক সি সি ইউ ইউনিট।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩ আগষ্ট: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো এম আর আই পরিষেবা। ভার্চুয়াল মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধবোধন করেন এই এম আর আই পরিষেবা। পাশাপাশি বালুরঘাট সদর হাসপাতালে ২৪ টি বেডের হাইব্রিড সি সি ইউ ইউনিটের উদ্ধবোধন হয় এদিন। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালে একাধিক নতুন ওয়ার্ডের উদ্ধবোধন হয় এদিন।

দক্ষিন দিনাজপুর জেলায় এই প্রথম সরকারি হাসপাতালে শুরু হলো এম আর আই পরিষেবা। সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে এই ১.৫ টেসলা এম আর আই ইউনিট চলু হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। পাশাপাশি বালুরঘাট সদর হাসপাতালে নবনির্মিত ২৪ টি বেডের হাইড্রলিক সি সি ইউ ইউনিটেরও মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উদ্ধবোধন হয় এদিন ভার্চুয়াল মাধ্যমে।

সিমান্ত লাগোয়া জেলায় এই প্রথম শুরু হলো জনসাধারণের জন্য এম আর আই পরিষেবা। এবার থেকে এম আর আই করতে সাধারণ মানুষকে সুদুর শিলিগুড়ি বা কলকাতা যেতে হবেনা প্রত্যন্ত এই জেলা থেকে। এখন থেকে বিভিন্ন সমস্যায় এম আর আই পরিষেবা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে পেতে চলেছে সাধারণ মানুষ। পিপিপি মোডে ১০ কটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে এই উন্নতমানের এম আর আই পরিষেবা চালু করা হয় এদিন।

এর আগে বালুরঘাট সদর হাসপাতালে ৮ টি বেডের সি সি ইউ ইউনিট ছিল। কিন্তু সি সি ইউ বিভাগে সব সময় রোগীর চাপ বেশি থাকে অন্যান্য বিভাগের থেকে। তাই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে ১ কটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে ২৭ টি বেডের হাইব্রিড সি সি ইউ ইউনিট শুরু হয়৷ এই নবনির্মিত সি সি ইউ ইউনিট শুরু করা হলো এদিন। এর থেকে বালুরঘাট সদর হাসপাতালের রোগী পরিষেবা উন্নত হতে চলেছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।

প্রসঙ্গত, বিগত ৭ ডিসেম্বর ২০২১ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিন দিনাজপুর জেলায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এম আর আই পরিষেবা চালু করার নির্দেশ দেন। এর পর একাধিক প্রক্রিয়া শুরু হয় এম আর আই করতে প্রোদানের । পরিকাঠামো পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণের পর দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এম আর আই মেশিন বসানোর কাজ শুরু হয়। এর পর দীর্ঘ ২ বছর কাজ চলার পর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির এম আর আই মেশিন বসানোর কাজ শেষ হয়।

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সাথে পিপিপি মোডে এই এম আর আই মেশিন বসানোর হয়। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালের নির্ধারিত খরচে অনুসারে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেও এম আর আই পরিষেবা নিতে পারবে সকলে বলে জানান দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের এম আর আই ইউনিট ও বালুরঘাট সদর হাসপাতালে হাইড্রোলিক সিসিইউ ইউনিটের ২৪টি বেড উদ্বোধন হয় এদিন। এছাড়াও এদিন কুমারগঞ্জ, হিলি,হরিরামপুর ও চালুন গ্রামীণ হাসপাতালে ২০ টি বেডের একটি করব নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোট দক্ষিন দিনাজপুর জেলায় ১৪.৫ কোটি টাকা খরচে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্র চালু হয়।

দক্ষিন দিনাজপুর জেলার এম আর আই পরিষেবা ও হাইড্রলিক সি সি ইউ ইউনিট সহ জেলার অন্যান্য একাধিক চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি উদ্ধবোধনের পাশাপাশি সারা রাজ্য ব্যাপী বিভিন্ন উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রকল্প ও অন্যান্য আধিকারিক কর্মসূচির ভারচুয়াল মাধ্যমে উদ্ধবোধন করেন মুখ্য মন্ত্রী। রাজ্যের একাধিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য নানান উন্নয়ন মূলক কাজের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.