সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যেক্তির। ঘটনায় বংশিহারীতে পথ অবরোধ করে স্থানীয়রা।
1 min read
আজকেরবার্তা, বংশিহারী, ৩জুলাইঃ সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যেক্তির। বালুরঘাট থেকে জলপাইগুড়ি গামী একটি সরকারি বাস বংশীহারী এলাকায় একটি ট্রাকের দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে সজরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা গুপি হালদার নামে এক ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশিহারী থানার পুলিশ।
বংশীহারী এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের উপর সরকারি বাসটি গুপি হালদার কে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটিকে আটক করা হয়।
দুর্ঘটনার জেরে এলাকাবাসীরা ঘটনার স্থলে পথ অবরোধ ডাক দেয়। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িটিকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে পুলিশ থামিয়ে দিয়ে। হেফাজতে নেয় পথ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে। দুর্ঘটনা ও পথ অবরোধের জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর বংশীহারী থানার পুলিশ এসে স্থানীয়দের আশ্বস্ত করে পথ অবরোধ তুলে দেয়। স্বাভাবিক হয় যান চলাচল।
জানা গেছে পথ দুর্ঘটনায় মৃত গুপি হালদার পেশায় মাছ ব্যবসায়ী, বাড়ি বংশীহারী ব্লকে। প্রতিদিনের মতোই আজও রশিদপুর এলাকায় মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার সময় বংশিহারী একালায় জাতীয় সড়কের উপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি গাড়ির ধাক্কা দেয় তাকে। ঘটনাস্থানে মৃত্যু হয় গুপি হালদারের। ঘটনা কি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘাতক সরকারি বাসটিকে আটক করে পুরো ঘরটা তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।