Sun. Oct 1st, 2023

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দক্ষিন দিনাজপুর জেলার মোট ১৪ জন রয়েছে বলে প্রশাসন সুত্রে খবর। আহত ১২, নিখোঁজ ১ ও মৃত ১।

1 min read

আজকেরবার্তা, দক্ষিন দিনাজপুর, ৩মে: উড়িষ্যার বালেশ্বরে ঘটে যাওয়া করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দক্ষিন দিনাজপুর জেলার মোট ১৪ জন রয়েছে বলে প্রশাসন সুত্রে খবর। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, জেলার মোট আহত নিখোঁজ ব্যেক্তির তালিকায় একজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। সব মিলিয়ে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দক্ষিন দিনাজপুর জেলা থেকে আহত ১২, নিখোঁজ ১ ও মৃত ১।

করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কা দেখা দিয়েছে সারা দেশ জুড়ে। মর্মান্তিক এই ট্রেন দূর্ঘটনায় ক্রমাগত বেড়ে চলছে মৃতের সংখ্যা। আহত হয়েছে বহু ট্রেন যাত্রী। পাশাপাশি নিখোঁজ রয়েছে একাধিক ব্যাক্তি। হতাশার হাওয়া থেকে বাদ যায়নি দক্ষিন দিনাজপুর জেলাও।

শনিবার সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে খবর, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দক্ষিন দিনাজপুর জেলার তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ও কুশমন্ডি ব্লকের বাসিন্দারা রয়েছে। জেলার বেশিরভাগ করমন্ডল এক্সপ্রেস যাত্রী আহত বলে খবর যদিও তপনের একজন নিখোঁজ ও গঙ্গারামপুরের একজন মৃত্যু বলে জানা গিয়েছে।

করমন্ডল এক্সপ্রেসের মর্মান্তিক এই ট্রেন দূর্ঘটনার মৃত্যু হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সর্বমঙ্গলা এলাকার সুমন রায়ের। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাওয়ার পথে করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনায় নিখোঁজ দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার গাঁও গঙ্গারামপুর গ্রামের চন্দন রায়। অপর দিকে দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের জগদোলা গ্রামের এক স্বামী স্ত্রী আহত করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনায়। রুপালি মাহাতো ও সন্দীপ মাহাতো সামান্য আহত হয় বলে খবর।

এছাড়াও তপন ব্লকের- অস্মান সরকার, গঙ্গারামপুর ব্লকের- বিপ্লব রায়, মনোজ রায়, জয়ন্ত রায়, সুমন রায়, কুশমন্ডি কাটাবাড়ির বাদল বিশ্বাস, অমিত রায়, এছাড়াও রিয়াজ আফরিদি, রাজিব মালিক, শান্তি মুর্মু এরা সকলেই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানা গিয়েছে।

উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনার সময় ট্রেনে ছিলেন এরা সকলেই ছিলেন বলে জানাগিয়েছে। এদের মধ্যে ১২ জন আহত, ১ জন নিখোঁজ ও একজন মৃত বলে খবর। বর্তমানে দক্ষিন দিনাজপুর জেলার আহত করমন্ডল এক্সপ্রেসের যাত্রীরা বিভিন্ন হাসপাতাল ও আহত সেল্টারে রয়েছে বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত বেশ কিছু জনের খবর পায়ওয়া জায়নি। পরিবারের তরফে নিখোঁজ ব্যেক্তিদের খোঁজের আর্জি জানানো হয়েছে প্রশাসনের কাছে।

দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, করমন্ডল এক্সপ্রেসে জেলার মোট কতজন যাত্রী ছিল তা এখনো পর্যন্ত যানা যায়নি। ওড়িশা কন্ট্রোল রুম ও রাজ্যস্থরের কন্ট্রোল রুম থেকে খবর সংগ্রহ করা হচ্ছে জেলার মোট কতজন আহত রয়েছে তা জানতে। শুধু মাত্র কন্ট্রোল রুমের উপর ভরসা করে নয়। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন সুত্রে খবর এলাকায় মানুষদের থেকেও করন্ডল এক্সপ্রেদে জেলার কোন যাত্রী রয়েছে কি না সেই খবর সংগ্রহ করছে জেলা প্রশাসন বলে জানান জেলা শাসক।

এছাড়াও যে সমস্ত মানুষের খোঁজ ইতিমধ্যে পাওয়া গিয়েছে তাদের পরিবারের সাথেও জেলা প্রশাসন প্রতিনিয়ত যোগাযোগ করছে। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের ধারনা করমন্ডল এক্সপ্রেসে দক্ষিন দিনাজপুর জেলার যাত্রীর সংখ্যা আর বৃদ্ধি পাবেনা। যাদের খবর ইতিমধ্যে পাওয়া গিয়েছে তারা সকলেই বিভিন্ন হাসপাতাল ও আহত সেল্টারে রয়েছে বলে জানা গিয়েছে।

৭০০ জন যাত্রী নিয়ে একটি বিশেষ ট্রেন দূর্ঘটনা স্থল থেকে আহতদের নিয়ে হাওড়ার দিকে রউনা দিয়েছে। সেখান থেকে পরবর্তীতে উত্তরবঙ্গের আহত যাত্রীদের জন্য একটি পৃথক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মালদা স্টেশনে ইতিমধ্যেই দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের আধীকারিক ও কর্মীরা পৌঁছে গিয়েছে আহত যাত্রীদের বাড়ি ফেরানোর লক্ষ্যে। মালদা স্টেশনে ইতিমধ্যেই এম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনেও জেলার আহত যাত্রীদের তালিকার বাইরে অন্য যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জেলায় কন্ট্রোল রুম চালু করা রয়েছে। করমন্ডল এক্সপ্রেস সংক্রান্ত কোন রুপ তথ্য আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষনাৎ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান জেলা শাসক।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.