Thu. Sep 21st, 2023

চিনি কেনাকে কেন্দ্র করে বচসা। দুই দোকানদারের বচসা থেকে হাতাহাতি। আহত একাধিক।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৩ মে: চিনি কেনাকে কেন্দ্র করে বচসা। দুই দোকানদারের বচসা থেকে হাতাহাতি তে জড়িয়ে পড়ে দুই জন। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। হাতাহাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

দোকানে চিনি কেনাকে কেন্দ্র করে দুই দোকানের ঝামেলার জেরে আহত একাধিক।স্থানীয় সূত্রে জানা যায় বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকার মিষ্টির দোকানদার প্রণব মহন্ত। এদিন সকালে পার্শ্ববর্তী মুদির দোকানদার বিজয় সিংহের দোকানে চিনি কিনতে যায়। কিন্তু পরিমাণ মতো চিনি না পাওয়াতে বিপ্লব সিংহকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মিষ্টির দোকানদার প্রণব মহন্ত।


ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুই পক্ষের বচসা ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে বিজয় সিংহের বাবা-মা বিষয়টি মিটমাট করতে আসে প্রণব মহন্তর কাছে। এরপর মিষ্টির দোকানদার প্রণব মহন্ত সহ তার একাধিক আত্মীয়রা বিজয় সিংহ সহ তার বাবা-মাকে ব্যাপক মারধোর বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় চার বছর আগে বাংলাদেশ থেকে ওই মিষ্টির দোকানদার প্রণব মহন্ত এখানে এসে জায়গা কিনে দোকানদারি শুরু করে। এরপর থেকে প্রণবের সঙ্গে প্রায় প্রতিদিনই পার্শ্ববর্তী দোকানদার কিংবা পার্শ্ববর্তী বাড়ির মালিকদের সঙ্গে ছোটখাটো গন্ডগোল লেগেই থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রণবের বৈধ কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এই বিষয়ে মুদির দোকানদার বিজয় সিংহ বলেন দোকানে বাকি নেয় ওই মিষ্টির দোকানদার। যখনই টাকার চাইতে যায় তখনই ভিন্ন ধরনের হুমকি ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো সহ একাধিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। আজকে স্থানীয় বাসিন্দারা এসে তার দোকান ভাঙচুর করে।

 

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.