বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বালুরঘাট শহরে সাইকেলে র্যালি বালুরঘাট সাইকেল কমিউনিটির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৩মে: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বালুরঘাট শহরে সাইকেলে র্যালি বালুরঘাট সাইকেল কমিউনিটির। প্যাডেল টু বিট প্লাস্টিক পলিউশন এই বার্তা নিয়ে শনিবার সকালে বালুরঘাট শহর জুরে সাইকেল র্যালি করে সাইকেন কমিউনিটির সদস্যরা।
বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষায় বার্তা নিয়ে শনিবার সকালে বালুরঘাট সাইকেল কমিউনিটি এই সাইকেল র্যালিটি অনুষ্ঠিত করে। আট থেকে আশি সকলের আংশগ্রহন করে এদিনের এই র্যালিতে। সাইকেল কমিউনিটির সদস্যদের পাশাপাশি বালুরঘাট শহর ও শহরতলীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এদিনের এই সাইকেল র্যালিতে।
শনিবার সকালে বালুরঘাট শহরের থানা মোড় সংলগ্ন এলাকা থেকে এই সাইকেল র্যালিটি শুরু হয়। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষায় বার্তা নিয়ে এই সাইকেল র্যালিটি সারা বালুরঘাট শহর পরিক্রমা করে। র্যালির মাধ্যমে শহরবাসির কাছে স্বচেতনতার বার্তা তুলে ধরে সাইকেল আরোহীরা।
প্যাডেল টু বিট প্লাস্টিক পলিউশন এই বার্তা নিয়ে এদিন সাইকেল র্যালি করে বালুরঘাট সাইকেল কমিউনিটি। প্লাস্টিক দূষণ সম্পর্কে বিভিন্ন বার্তা তুলে ধরা হয় সাইকেল র্যালি থেকে। মানুষের অসচেতনতায় কারণে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির রুদ্র রূপ থেকে প্রকৃতিকে বাঁচতে সকলকে স্বচেতন করার লক্ষ্যে এদিনের এই সাইকেল র্যালি করে বালুরঘাট সাইকেল কমিউনিটি বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।