তৃনমূলের বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস কে পদ থেকে অপসারণ করলেন তৃনমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৩জুনঃ তৃনমূলের বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস কে পদ থেকে অপসারণ করলেন তৃনমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক। দলে বিভেদ সৃষ্টি করার জন্য অপসারণ করা হয়েছে বলে জানালেন জেলা সভাপতি উজ্জ্বল বসাক। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি পদ থেকে বিমান দাস কে সরিয়ে তৃনমূল নেতা তথা আইনজীবী সুভাষ চাকী কে বালুরঘাট টাউন তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, অপসারণ করা নিয়েই প্রশ্ন তুলেছেন টাউন সভাপতি বিমান দাস। যদিও তিনি রাজ্য নেতৃত্বের দারস্থ হবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, এই ঘটনা যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ জানালেন বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত।
উল্লেখ্য, গত ২২তারিখে তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক তৃণমূলে বিভাজনের রাজনীতির অভিযোগে শোকজ চিঠি পাঠান টাউন সভাপতি বিমান দাস কে। শোকজ এর উত্তরে জেলা কমিটি সন্তুষ্ট নয় বলে তাকে অপসারণ করা হয়েছে, জানান জেলা সভাপতি। এদিকে এই অপসারণ ঘিরে তৃণমূলের অন্তরে বিতর্ক চরমে উঠেছে। অপরদিকে, তৃনমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এই ঘটনায় তৃণমূলের সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বলে মনে করছে বিজেপি।