Thu. Sep 28th, 2023

প্রসূতির রোগীদের অস্ত্রোপচারের পরে আর ওয়ার্ডে আসছে না চিকিৎসক। বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো রগীর পরিজনেরা। 

1 min read

 

আজকেরবার্তা, বালুরঘাট, ৩ মার্চ:
প্রসূতির রোগীদের অস্ত্রোপচারের পরে আর ওয়ার্ডে আসছে না চিকিৎসক। বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো রগীর পরিজনেরা।  প্রসূতির রোগীদের অস্ত্রোপচারের পরে আর ওয়ার্ডে আসছে না চিকিৎসক। যে চিকিৎসক অস্ত্রোপচার করছেন, সেই চিকিৎসক তো আসছেই না। এমনকি অন্য চিকিৎসকের দেখা মিলছে না। এমনই অভিযোগ বালুরঘাট জেলা হাসপাতালে। অভিযোগ, সাতদিন আগে ও পরে ১২ জন প্রসূতির অস্ত্রোপচার হয়েছে। কিন্তু সপ্তাহ খানেক ধরে ঠিকমত চিকিৎসকের দেখা মেলেনি৷ যার ফলে প্রসূতির দেহের অস্ত্রোপাচারের অংশে কারও কারও ইনফেকশন দেখা দিয়েছে। এমন গুরুতর অভিযোগ নিয়ে ভর্তি থাকা ১২ জন প্রসূতির পরিবার একসঙ্গে সরব হয়েছে। এনিয়ে ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ৷

অভিযোগ, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের সকালে ও সন্ধ্যায় দুইবেলা চিকিৎসকের রাউন্ড দেওয়ার কথা থাকলেও বালুরঘাট হাসপাতালের চিত্রটা পুরো অন্য। স্বাস্থ্য ভবনের সেই নিয়ম কেউ মানছেন না বালুরঘাট জেলা হাসপাতালে। যার ফলে নামমাত্র রাউন্ড দিয়ে চলে যায় চিকিৎসকরা। চিকিৎসা না পেয়ে শারীরিক অবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর পরিজনেরা। তবে লিখিত অভিযোগের পরে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপারের নির্দেশে বেশ কয়েকজন রোগীকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের দাবি অবিলম্বে বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকদের হাসপাতাল পরিসেবা ঠিক করতে হবে। হাসপাতালে ভর্তি হয়ার পর যাতে কোন রুগীকে চিকিৎসকের জন্য অপেক্ষা না করতে হয়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.