Thu. Sep 28th, 2023

নবান্নের পরিচয় দিয়ে রাজ্যের মন্ত্রীকে ভুয়ো ফোন কল, তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ,চাঞ্চল্য মালদায়

1 min read

 

আজকেরবার্তা, মালাদা, ০৩মার্চ: নবান্নের পরিচয় দিয়ে ভুয়ো ফোন কল রাজ্যের প্রতি-মন্ত্রীকে।জানতে চাওয়া হয় রাজনৈতিক এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য। প্রথমে সরল মনে সেই সব তথ্য দিয়ে দেন মন্ত্রী। কিন্তু পরবর্তীতে জানতে পারেন নবান্ন থেকে তেমন কোন ফোন আসেনি।তারপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।মন্ত্রীর হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তার ব্যক্তিগত সহায়ক।অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ১২ ঘণ্টার মধ্যে সাফল্য পুলিশের।গ্রেপ্তার ভুয়ো পরিচয় দিয়ে ফোন করা ব্যক্তি।সমগ্র ঘটনায় বিরোধীদের চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল।পাল্টা তোপ বিজেপির।শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছে গত বুধবার বিকেল বেলা একটি ফোন আসে। সেই সময় মালদা জেলাশাসক দপ্তরে একটি প্রশাসনিক বৈঠকে ছিলেন তাজমুল হোসেন।ফোন করে তাকে বলা হয় নবান্ন থেকে ফোন করা হয়েছে।তার কাজ কর্ম থেকে শুরু করে রাজনৈতিক এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়।প্রথমে সাতপাঁচ না ভেবে প্রশ্নের ভিত্তিতে উত্তর দিয়ে যান প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন নবান্ন থেকে এমন কোন ফোন করা হয়নি। সাথে সাথেই তাজমুল হোসেনের ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তজা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।যে নাম্বার থেকে ফোন কল এসেছিল সেই নাম্বারটি ট্র্যাক করে পুলিশ জানতে পারে ফোনটি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকার ট্যাংরা কাঠপুর থেকে এসেছিল।সাথে সাথে আইসি দেওদূত গজমেরের নির্দেশে এএসআই অজিত মণ্ডল উত্তর ২৪ পরগনার উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্তকে ধরার জন্য। সেখানে অশোকনগর থানার সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুরে নিয়ে আসে পুলিশ।ধৃত ব্যক্তির নাম আজিম মন্ডল(২৫)। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।এদিকে এই ঘটনার মধ্যেও রাজনীতি দেখতে পাচ্ছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ বিরোধীদের আইটি সেল থেকে এই ধরনের কাজ করা হয়েছে। পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি। যা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এই প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেনের ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তজা বলেন,আমাদের মন্ত্রী খুব সরল মনের,তাই প্রথমে সব তথ্য দিয়ে দিয়েছিল।কিন্তু যখন জানতে পারেন নবান্ন থেকে ফোন আসেনি তখন আমরা পুলিশকে অভিযোগ জানায়।পুলিশ তদন্তের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়।

পাল্টা উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন,যে প্রতারক ফোন করেছিল তদন্ত করলে দেখা যাবে সে তৃণমূলেরই লোক।বিরোধীদের খেয়ে দেয়ে কাজ নেই এই সব করতে যাবে।সাগরদিঘী নির্বাচনের ফলাফল দেখে তৃণমূল বুঝতে পারছে এদের পায়ের তলায় মাটি নেই।তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.