ডেঙ্গু নিয়ে সচেনতামূলক প্রচার চালাচ্ছে বালুরঘাট পৌরসভা, এলাকাগুলিতে করা হল স্প্রে।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট ২ নভেম্বর:- দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগ। যার ফলে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুও হচ্ছে অনেকের। সেকারনেই সারা রাজ্যেই সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে। তেমনি বালুরঘাট শহরেও এই ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো যেমন হচ্ছে তার পাশাপাশি মশা নিধনকারী স্প্রে করবার বিশেষ কর্মসূচি নেওয়া হল বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। বুধবার শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রাই কলোনি এলাকায় এই কর্মসূচি চালানো হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এমসিআইসি সদস্য মহেশ স্থানীয় কাউন্সিলর প্রবীর দত্ত সহ অন্যান্য পৌর আধিকারিকরা।
পৌরসভার পক্ষ থেকে জানা যায় ডেঙ্গু রোগীর সংখ্যা শহরে বাড়ছে প্রায় প্রতিদিন। সেই কারণে পৌরসভার পক্ষ থেকে আজ থেকে শহর জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি শহরের প্রতিটি ওয়ার্ডে পালন করা হবে গুরুত্ব সহকারে। পৌরসভার পক্ষ থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিনই স্প্রে করা হয়।তাছাড়াও স্পেশাল ড্রাইভ এর ডেঙ্গু অভিযানের জন্য বাহ্যিক সতর্কতা নেওয়া হচ্ছে।