বালুরঘাটে পৌরসভা এলাকার ষাট উর্ধ্ব ব্যক্তিদের নিয়ে পুজো মন্ডপ পরিদর্শন করালো পুরসভা কতৃপক্ষ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১অঅক্টোবরঃ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো, সারদ উৎসব ২০২২ এ। বালুরঘাটে পৌরসভা এলাকার ষাট উর্ধ্ব ব্যক্তিদের নিয়ে পুজো মন্ডপ পরিদর্শন করালো। বালুরঘাট পৌরসভার প্রবীণ নাগরিকদের পূজা পরিক্রমা করার সুযোগ করে দেয় বালুরঘাট পৌরসভা।
প্রতিটি ওয়ার্ডের জন্য চারটি করে টোটোর ব্যবস্থা রাখা হয়েছিল প্রবীণ নাগরিক দের ঠাকুর দেখানোর জন্য। শারীরিকভাবে সুস্থ রয়েছেন এমন দুস্থ নাগরিকদেরও পৌরসভার পক্ষ থেকে দুর্গাপুজোর পরিক্রমা করানো হয়। সারা শহরের সমস্ত দূর্গা প্রতিমা পরিদর্শনকরানোহয়। মনের ইচ্ছে যাদের প্রবল এবং শরীরের জোর নেই তাদেরও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে টোটো করে নিয়ে গিয়ে ঠাকুর দেখানো হয়।
শনিবার বালুরঘাট পৌরসভার সামনে থেকে এই টোটো গুলি ছাড়ে। এদিন পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক কুমার মিত্র সহ অন্যান্য পৌরসভার কাউন্সিলরেরা। পূর্বে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই পাড়ায় পাড়ায় ঘুরে প্রবীণ নাগরিকদের নাম সংগ্রহ করা হয় পৌরসভার পক্ষ থেকে। এবং সেই নামের তালিকা মিলিয়েই এদিন ঠাকুর দেখানো হয় সমস্ত প্রবীণ নাগরিকদের। ঠাকুর দেখানো শেষে মিষ্টিমুখ করানো হয় প্রবীণ নাগরিকদের পৌরসভার পক্ষ থেকে। পৌরসভা এই উদ্যোগ কে সাধুবাদ জানায় সকল বালুরঘাট পুরসভার বাসিন্দারা।