বাইকের সাথে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাবা ও ছেলের।
1 min read
আজকের বার্তা, মালদা, ২ আগষ্ট ঃ– বাইকের সাথে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী বাবা ও ছেলের। ঘটনায় আহত আরেক আরোহী মা। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপাড়ায়। আহত ওই মহিলাকে প্রথমে গোলাপগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ মৃত দু’জনের দেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানাগেছে, নিয়ম না মেনে একই বাইকে পরিবারের তিন জন যাচ্ছিলো। দূর্ঘটনায় মৃত বাবার নাম রবিউল ইসলাম (৫০) ও ছেলে আমিরুল ইসলাম (২১)। রবিউল সাহেবের স্ত্রী লাইলি বিবি (৪০) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার মালতিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মালতি পুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে রোজি বিবির মাত্র ৩ মাস আগে বিয়ে হয়েছে কালিয়াচকের বাবুরবোনা গ্রামে। বৃহস্পতিবার রাতে ছেলে আমিরুল মোটরবাইকে বাবা-মাকে চাপিয়ে বোনের বাড়ি ঘুরতে যাচ্ছিল। শাহবাজপুরের মোমিনপাড়ায় গোলাপগঞ্জের দিক থেকে আসা একটি ট্রেকারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। মা জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধিন। ঘটনার তদন্তে পুলিশ।