Wed. Sep 27th, 2023

সবার জন্য কাজ সবার পেটে ভাত’ এই স্লোগান তুলেই বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের হাসইল বুথ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন পলাশ মন্ডল।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২ জুলাই: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রসার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। গেরুয়া ও সবুজ শিবিরের পাশাপাশি পিছিয়ে নেই লাল শিবিরও। সবার জন্য কাজ সবার পেটে ভাত এই স্লোগান নিয়ে এবারের নির্বাচন প্রচারে ব্রতী হয়েছে বামফ্রন্ট মনোনিত প্রার্থীরা।

দক্ষিন দিনাজপুর জেলা বামফ্রন্টের দাবি, দুর্নিতি মুক্ত পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এবারে দক্ষিন দিনাজপুর জেলায় নির্বাচনী লড়াই করবে বামফ্রন্ট। বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হাসইল বুথ থেকে বামফ্রন্ট প্রার্থী পলাশ মন্ডল।

তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আবারো রাজ্যে বামফ্রন্ট নিয়ে আসার লক্ষ্য নিয়ে এবারে প্রচার চালাচ্ছেন তিনি। গ্রামের অলিখিত মোড়ল হিসেবে বহুদিন থেকেই মানুষের জন্য কাজ করে আসছেন পলাশ মন্ডল। নিজের ব্যাক্তিগত উদ্যোগে হাসইল গ্রামের মানুষের জন্য সবর্দা কাজ করে আসছেন তিনি। নিজের সাধ্য মত গ্রামবাসীদের সুবিধা অসুবিধার কথা ভেবে এসেছেন তিনি।

স্থানীয় অযোধ্যা কালিদাসী উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত পলাশ মন্ডল।নিজের বেতনের টাকা থেকে গ্রামবাসীদের জন্য বহু কাল থেকেই কাজ করে আসছেন তিনি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গ্রামের মানুষদের স্বার্থের জন্য তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে নির্বাচনে লড়বেন বলে জানান।

‘সবার জন্য কাজ সবার পেটে ভাত’ এই স্লোগান তুলেই বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের হাসইল বুথ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন তিনি। গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে তার সাথে বলে তিনি জানান। বামফ্রন্ট মনোনীত প্রার্থী পলাশ মন্ডল অভিযোগ করে জানান, বিগত দিনে এই পঞ্চায়েত এলাকায় কোন উন্নয়ন হয়নি। তৃণমূল ও বিজেপি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল একাধিক প্রতিশ্রুতি দিলেও পূর্ণ হয়নি কোনো প্রতিশ্রুতিই।

বিভিন্ন রাজনৈতিক দল একাধিক প্রতিশ্রুতি বিফল হয়েছে এই এলাকায়। তাই গ্রামের মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে এইবার তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি জয় লাভ করলে, সবার জন্য কাজ সবার পেটে ভাত এই কথাকে বাস্তবাইত করবেন বলে জানান তিনি গ্রামের মানুষদের ১০০ দিনের বদলে ২০০ দিনের কাজ, জৈব গ্রাম, গ্রামের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে গ্রামের সঠিক জল নিকাশি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের পাশে রয়েছেন তিনি তাই জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বামফ্রন্ট মনোনীত প্রার্থী পলাশ মন্ডল।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.