Sun. Oct 1st, 2023

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে পাকা রাস্তার প্রতিশ্রুতি না পেলে ভোট বয়কটের ডাক বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের জনুপাড়ার বাসিন্দা

1 min read

আজকেরবার্তা বালুরঘাট, ২ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানালেও এখনো পর্যন্ত মেলেনি পাকা রাস্তা তৈরির নিশ্চয়তা। ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে পাকা রাস্তার দাবিতে সরব বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের জনুপাড়ার বাসিন্দারা।

বিগত দিনে তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত থাকার পরও মেলেনি পাকা রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে এসেছে বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের জনুপাড়ার বাসিন্দারা বলে অভিযোগ গ্রামবাসীদের। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাদের অসুবিধার কথায় কর্ণপাত পর্যন্ত করেননি বলে অভিযোগ তাদের।

গ্রামের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি হয়ার প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসিদের বলে অভিযোগ তাদের। নির্বাচনের প্রতিস্তুতি ছাড়া তাদের আর কোন কিছু প্রাপ্য নেই বলেও অভিযোগ করেন তারা। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল গুলি থেকে তাদের প্রতিস্তুতি দেওয়া হয় কিন্তু কাজের ব্যাস্তবয়তা হয়না বলে দাবি গ্রামবাসীদের।

উল্লেখ্য, গত সোমবার এক‌ই দাবিতে বালুরঘাট ব্লকের খাসপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জনু পাড়ার গ্রামবাসীরা। তাদের অভিযোগ, তাদের গ্রামে যাওয়ার রাস্তা প্রায় এক কিলোমিটারের বেশি খারাপ। যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল অবস্থা হওয়ায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

ঘটনায় এবারের পঞ্চায়েত নির্বাচনে বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের জনুপাড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কাছ থেকে অতি সত্তর গ্রামে যাতায়াতের পাকা রাস্তা মেরামতের আশ্বাস না পেলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুশিয়ারিও দেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রামপঞ্চায়েতের জনু পাড়ার প্রায় ২০০ ভোটার রয়েছে। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পাকা রাস্তার। কিন্তু রাস্তা না পেয়ে পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ায় টোটো অটো না আসায় চলাচলে সমস্যায় পড়েন গ্রামবাসীরা। এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলকেই সমস্যা সম্মুখীন হতে হয় যাতায়াতকে কেন্দ্র করে। তাদের দাবি এলাকার অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে হলেও অ্যাম্বুলেন্স বা অন্য কোন গাড়ি রাস্তার কারণে ওই এলাকায় আসতে চায়না। তাই আগে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি তারপরেই পঞ্চায়েত ভোট।

ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয়পক্ষ প্রার্থীরাই রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি নির্বাচনে জয়ী হলে সর্বপ্রথম বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের জনুপাড়া এলাকার রাস্তা নির্মাণের কাজ করবেন উভয় দলের প্রার্থীরা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.