গ্রিন ট্রাইবুনালের নির্দেশকে অমান্য করে বালি পাথর নিয়ে চলাচল করছে ডাম্পার, রাস্তা খারাপের অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীদের।
1 min readআজকেরবার্তা, শিলিগুড়ি, ২ জুলাইঃ রাতের অন্ধকার থেকে দিনের আলোয় অবাধে চলছে বালি, পাথর বোঝাই ডাম্পার। যার ফলে শিলিগুড়ি শিব মন্দির থেকে লেনিনপুর যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় শিব মন্দিরে এলাকায় ডাম্পার আটক করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে তিনটি ডাম্পার আটক করে।
গ্রীন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী নদী ঘাট থেকে বালি পাথর তোলা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও সেই নির্দেশকে অমান্য করে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে বালি পাথর বোঝাই ডাম্পারের যাতায়াত বলে অভিযোগ।
রবিবার সকালেস শিলিগুড়ি শিব মন্দির থেকে লেলিনপুরগামী রাস্তায় চলাচলকারি ডাম্পারগুলিকে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসীরা। ডাম্পার চলাচলের কারণে এলাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। বেআইনিভাবে এই এলাকায় ডাম্পার চলাচলের প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, এর আগেও একাধিকবার এই রাস্তা দিয়ে ডাম্পার চলাচলের প্রতিবাদ করেছেন তারা। কিন্তু একাধিকবার প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি। এলাকাবাসীদের অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকলেও ডাম্পার চলছে যথারীতি হবে।
অবশেষে এদিন বাধ্য হয়ে তারা পথে নেমেছে। এদিনের এই বিক্ষোভ থেকে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন , একাধিক নিষেধাজ্ঞা জারি থাকার পরও গ্রিন ট্রাইবুনালের নির্দেশকে অমান্য করে বালি পাথর নিয়ে চলাচল করছে ডাম্পার।
স্থানীয় প্রশাসন থেকে ভিডিও, বি এল আর ও সমস্ত দপ্তরে ঘুরেও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি অবিলম্বে শিলিগুড়ি শিব মন্দির থেকে লেলিনপুরগামী রাস্তায় অবৈধ ভাবে ডাম্পার চলাচল বন্ধ করতে হবে।
বিষয়টি নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানালে বিডিও বিএলআরও কে অভিযোগ জানাতে বলেন। পরবর্তীতে বি এল আরও কেউ অভিযোগ জানালে, আবার বিএলআরও প্রশাসনকে দেখিয়ে দিচ্ছে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না এলাকাবাসীদের বলে অভিযোগ। শিলিগুড়ি শিব মন্দির থেকে লেলিনপুরগামী রাস্তায় অবৈধ ভাবে ডাম্পার চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এদিনের এই পথ অবরোধ কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায়। ঘটনায় খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। যদিও এদিন অবরোধের দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছেয় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার তিনটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।