কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ বালুরঘাট তপন সড়কে।
1 min readবালুরঘাট ২ জুলাই ঃ- ভোট আসে ভোট যায় কথা রাখেনি কোন রাজনৈতিক নেতা বা মন্ত্রী। কাঁচা রাস্তা পাকার দাবিতে এবার বাধ্য হয়েই পথ অবরোধ করল গ্রামবাসী। দক্ষিণ দিনাজপুরের তপন থানার ভবানীপুর এলাকার ঘটনা। পথ অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় বালুরঘাট তপন রুটে। ঘটনাস্থলে তপনের বিডিও সুশান্ত মাইতি।
জানাগেছে, ভবানীপুর মোড় থেকে দক্ষিণ কেশরাইল গ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে গ্রামবাসীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ পাঁচ বছর ধরে গ্রামবাসীরা নেতা মন্ত্রীদের দাবি জানালে শুধু প্রতিশ্রুতি মিলেছে কাজ হয়নি। এলাকাবাসীর দাবি এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা কে বারবার জানিয়েও কোন লাভ হয়নি। দীর্ঘদিন ধরে তারা শুধু আশ্বাস পেয়ে গিয়েছেন। ফলে এদিন ওই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বালুরঘাট তপন রুটের ভবানীপুর এলাকায় পথ অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী।
খবর পেয়ে এলাকায় আসেন তপনের বিডিও সুশান্ত মাইতি। তিনি জানান রাস্তা তৈরির পরিকল্পনার কাগজপত্র পাঠানো হয়েছে। টেন্ডার বাকি রয়েছে। শীঘ্রই রাস্তার কাজ হবে।
এই আশ্বাসের পরও গ্রামবাসীদের একাংশ দাবি তোলেন আরো দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিতে হবে। অবশেষে প্রায় তিন ঘণ্টা পর পথ অবরোধ তোলেন তারা।