নাট্য কর্মশালার আয়োজন করলো বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ। প্রশিক্ষণ দিলেন নাট্য ব্যেক্তিত্ব অর্পিতা ঘোষ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২ জুন: বাংলা বিভাগের ছাত্র ছাত্রীদের নাটকের প্রতি উৎসাহী করতে নাট্য কর্মশালার আয়োজন করলো বালুরঘাট মহাবিদ্যালয় কতৃপক্ষ। রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যেক্তিত্ব অর্পিতা ঘোষ প্রশিক্ষণ প্রদান করে এই নাট্য কর্মশালায়। বালুরঘাট মহাবিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে একদিনের এই নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার।
নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট। কিন্তু নতুন প্রজন্মর উৎসাহ হারাচ্ছে নাটক থেকে। এমত অবস্থায় বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি নাট্য কর্মশালার আয়োজন করা হয়। বাংলা ভাষা সাহিত্যের ছাত্র ছাত্রী দের নাটকের প্রতি উৎসাহীত করতে এই কর্মশালার আয়োজন করা হয়। পাঠ্য শিক্ষার বাইরে বেরিয়ে হাতে কলমে নাট্য শিক্ষার পাঠ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রসারিত করার লক্ষে এই উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ।
এদিনের এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাত নাট্যকার তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। নাটকের মধ্য দিয়ে নিজের ভাব প্রকাশ করা থেকে শুরু করে নাটকের বিভিন্ন আঙ্গিককে ছাত্র ছাত্রী দের মধ্যে তুলে ধরেন নাট্য ব্যেক্তিত্ব অর্পিতা ঘোষ। নাটক সমাজের আয়না। সভ্যতায় ঘটে চলে একাধিক ঘটনার প্রতিবাদ হয় নাটক দিয়ে তাই নাটকের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহী করতে এই উদ্যোগ। এদিনের এই নাট্য কর্মশালায় নাটকের গান, মঞ্চ, আলো ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র ছাত্রীর মাঝে আলোকপাত করেন অর্পিতা ঘোষ।
বালুরঘাট মহাবিদ্যালয়ের এই নাট্য কর্মশালার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা নাটকের প্রতি আগ্রহী হবে বলে মনে করছে মহাবিদ্যালয় কতৃপক্ষ। নাটকের শহর বালুরঘাট থেকে আগামীতে নতুন প্রজন্মের নাটক ও নাট্যকার পেতে চলেছে রাজ্য বলেও দাবী মহাবিদ্যালয় কতৃপক্ষের।
এদিনের এই একদিন ব্যাপী নাট্য কর্মশালায় উপস্থিত ছিলেন, এই নাট্য কর্মশালার মূল প্রশিক্ষক অর্পিতা ঘোষ, বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক রিপন সরকার সহ অন্যান্য অধ্যাপকেরা।
বালুরঘাটের নাট্য জগতে নতুন প্রতিভা তুলে আনতে বালুরঘাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছে বালুরঘাট শহরের নাট্যপ্রিয় মানুষেরা।