দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অভাবে ধুকছে পঠন-পাঠন।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২ জুন: দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অভাবে ধুকছে পঠন-পাঠন। একদিকে যেমন রাজ্য সরকারের সাথে আচার্য্যের উপাচার্য্যদের নাম ঘোষনা নিয়ে ঝামেলা চলছে। অন্যদিকে তেমনি বেশ কয়েক দিন আগে দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য্যের নাম আচার্য্য ঘোষনা করলেও এখনও পর্যন্ত সে সংক্রান্ত কোন খবর জানানো হয় নি বিশ্ববিদ্যালয়কে। যার জেরে প্রসাসনিক কাজ কর্ম সহ কর্মীদের বেতন ও ছাছাত্রীদের পঠন পাঠনে বেশ কয়েক মাস ধরে সমস্যার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় দায়িত্ব প্রাপ্ত উপাচার্য্য হিসেবে ছিলেন সঞ্চারী মুখার্জী। ২০২১ সালে সেপ্টম্বরে বালুরঘাট শহরের একটি ভাড়া বাড়িতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশাসনিক অফিস খোলা হয়। এরপর ধীরে ধীরে চারটি সাবজেক্টের উপর পঠন পাঠন শুরু করার জন্য ছাত্র ছাত্রী ভর্তি নেওয়া শুরু হয়।অফ লাইন ও অন লাইনে ক্লাস শুরু করার ব্যবস্থ্যা করা হয়। ভাড়া বাড়িতে প্রশাসনিক অফিস থাকলেও বালুরঘাট কলেজে অফলাইন এর ক্লাস গুলো চালানো হত। কিছু সাম্মানিক দক্ষিনার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগনের মধ্যমে অনলাইনের ক্লাস চালানো হত।
কিন্তু গত বছর এই জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দেখভালের জন্য উপাচার্য্য হিসেবে নিয়োগ করা হয়। দুটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার আগের আচার্য্য দুজায়গা থেকে চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি নতুন রাজ্যপাল সঞ্চারী মুখার্জীকে উত্তরবংগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য হিসেবে নিয়োগ করায় দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য্যহীন হয়ে পড়ে। যার ফলে প্রশাসনিক কাজ কর্মের সমস্যা দেখাদেয়। কর্মীদের বেতন বেশ কয়েকমাস যেমন বন্ধ। তেমনি সাম্মানিক দক্ষিনা প্রদান করতে না পারায় ছাত্রছাত্রীদের অনলাইন পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ ও ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা বালুরঘাট কলেজের অধক্ষ পনকজ কুন্ডু বিষয় টি স্বিকার করে জানান উপাচার্য্যের নাম হিসেবে একজনের কথা আমরা শুনেছি।কিন্তু আজ পর্যন্ত এব্যাপারের সরকারি তরফ বা আচার্য্যের তরফে কোন ম্যাসেজ পাই নি। তবে আচার্য্য আমাদের কাছে উপাচার্য্য না থাকার ব্যাপারে সমস্যা র কথা জানতে চেয়েছিলেন তা আমরা জানিয়েছিলাম উনাকে। এটুকু। তবে ছাছাত্রীদের পঠন পাঠন ও বেতন সক্রাংন্ত সমস্যা দেখা দিয়েছে।যার ফলে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে, বলে তিনি জানান।